মেডিক্যাল কলেজগুলির বাইরে ২৪ ঘণ্টার হেল্প ডেক্স খুলছে কলকাতা পুরসভা

পুরসভা সূত্রে খবর, আপাতত আর জি কর এবং পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যালের বাইরে ফুটপাতে বা রাস্তার ধারে এই ‘মে আই হেল্প ইউ’ লেখা ডেস্ক চালু থাকবে

September 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শহরের পাঁচটি মেডিক্যাল কলেজের বাইরে ২৪ ঘণ্টার হেল্প ডেক্স খুলছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, স্বাস্থ্যভবনের তরফেও এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ, বুধবার থেকেই সেই পরিষেবা চালু হচ্ছে।

পুরসভা সূত্রে খবর, আপাতত আর জি কর এবং পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যালের বাইরে ফুটপাতে বা রাস্তার ধারে এই ‘মে আই হেল্প ইউ’ লেখা ডেস্ক চালু থাকবে। সকাল আটটা থেকে তিনটি শিফ্টে চলবে কাজ। পুরসভার স্বাস্থ্য বিভাগের এক কর্তা বলেন, জরুরিভিত্তিতে এটা শুরু করা হচ্ছে। তাই, আপাতত দু’টি হাসপাতালের বাইরে চালু হচ্ছে। আগামী এক-দু’দিনের মধ্যে বাকি তিনটি মেডিক্যাল কলেজের বাইরেও হেল্প ডেস্ক শুরু হয়ে যাবে। মূলত, যে সমস্ত রোগীর দ্রুত হাসপাতালে ভর্তি হওয়া জরুরি, কিন্তু ভর্তি হতে পারছেন না, তাঁদের অ্যাডমিশনের ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্বাস্থ্যভবনের সঙ্গে সমন্বয় রেখেই গোটা বিষয়টি পরিচালনা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen