বাঘাযতীনে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দেবে কলকাতা পুরসভা

বহুতলটি ভাঙার কাজ শেষ হলে ওই জায়গা সাফ করে সেখানেই বসবাসের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

January 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঘাযতীনের বহুতল-বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের যে কোনও পুরসভা এলাকায় বাড়ি ‘লিফটিং’ (উঁচু করা বা এক জায়গা থেকে অন্যত্র সরানো) করতে হলে সংশ্লিষ্ট এলাকার মাটি অবশ্যই পরীক্ষা করতে হবে। এক জন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে বাড়ি বা আবাসন লিফটিংয়ের কাজ করতে হবে। যে সংস্থা ওই কাজ করবে, তাদের যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র দেখাতে হবে।

এর পাশাপাশি, বাঘাযতীনে বাড়ি ভেঙে হেলে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। বহুতলটি ভাঙার কাজ শেষ হলে ওই জায়গা সাফ করে সেখানেই বসবাসের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। শুক্রবার এ কথা জানান কলকাতার মেয়র ও রাজ্যের পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম। মেয়র বলেন, ‘বাসিন্দাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে ঠিক। যেহেতু জায়গাটির যৌথ মালিক তাঁরাও। কিন্তু আশা করছি, পুলিস বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবে। আপাতত জায়গাটি সাফ হলে ওখানে তাঁদের থাকার ব্যবস্থা করা হবে। পরবর্তীকালে আইনি দিক খতিয়ে দেখে নতুন করে কীভাবে বিল্ডিং বানানো যায় তা নিয়ে বিবেচনা করা হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen