শহরবাসীর স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কী উদ্যোগ কলকাতা পুরসভার?
শহরবাসীকে সুস্বাস্থ্য পাঠ পড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। ‘মিলেট মেলার’ আয়োজন করছে পুরসভা। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের অধীনস্থ ফুড সেফটি শাখা মেলার আয়োজন করছে। মেলার আদত উদ্দেশ্য নাগরিকদের শরীর-স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শহরবাসীকে সুস্বাস্থ্যের পাঠ পড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। ‘মিলেট মেলার’ আয়োজন করছে পুরসভা। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের অধীনস্থ ফুড সেফটি শাখা মেলার আয়োজন করছে। মেলার আদত উদ্দেশ্য নাগরিকদের শরীর-স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা।
মেলা হবে আগামী ১৯ মার্চ, সার্দান অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কে। কমিউনিটি হলে ‘মিলেট মেলার’ আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্যকর্তারা মতে, মিলেট ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মিলেট জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী। কলকাতা শহরের মানুষজনের মধ্যে মিলেট জাতীয় খাবার সম্পর্কে প্রচার করতে এই মেলার আয়োজন করছে কলকাতা পুরসভা। মিলেট জাতীয় খাদ্যগুলি হল, জোয়ার, বাজরা, রাগি থেকে তৈরি নানা ধরনের খাবার।
মিলেট জাতীয় খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। মিলেট জাতীয় খাবার নিয়মিত খেলে ডায়াবেটিস হয় না। ভাত, আটা, ময়দার রুটি শরীরে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। বাংলা মিলেট জাতীয় খাবারের চল কম। পুর কর্তৃপক্ষের মতে, মিলেট জাতীয় খাবার প্রচারের আলোয় নিয়ে আসলে মানুষের উপকারও হবে এবং স্বাস্থ্যও ভাল থাকবে।