IIM Calcutta Rape: ধর্ষণের তদন্তে তৈরি পুলিশের বিশেষ দল
এই মামলার মূল অভিযুক্ত মহাবীর তোপ্পান্নভার ওরফে পরমানন্দ জৈনকে ১২ই জুলাই ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে (police custody) পাঠানো হয়েছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫১: কলকাতা পুলিশের তরফে আইআইএম কলকাতার (IIM Calcutta) হোস্টেলে এক ছাত্রীর উপর ধর্ষণের তদন্তে তৈরি করা হয়েছে SIT। রবিবার পুলিশ জানিয়েছে, এই মামলার তদন্তের জন্য ৯ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team – SIT) গঠন করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম বিভাগের ডেপুটি কমিশনার (DC Southwest Division) নিজেই এই দলের নেতৃত্বে রয়েছেন।
এই মামলার মূল অভিযুক্ত মহাবীর তোপ্পান্নভার ওরফে পরমানন্দ জৈনকে (Mahaveer Toppannavar alias Parmanand Jain) ১২ই জুলাই ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে (police custody) পাঠানো হয়েছে, যা চলবে ১৯শে জুলাই পর্যন্ত।

কিন্তু, নির্যাতিতার বাবার তরফে দাবি করা হয়েছে, এমন কোনও যৌন নির্যাতনের ঘটনা (sexual assault) আদৌ ঘটেনি। তাঁর বক্তব্য অনুযায়ী, তাঁর মেয়ে একটি অটো থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছে, এবং সেই ঘটনার ভুল ব্যাখ্যা হয়েছে।
তিনি আরও জানান, যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে তাঁর মেয়ের কোনও সম্পর্কই নেই এবং থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেটিও তাঁর মেয়ে করেননি।
এই দাবি সামনে আসার পর মামলার বিশ্বাসযোগ্যতা এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ধারা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে নির্যাতিতার পরিবারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুনরায় সমস্ত দিক খতিয়ে দেখা হবে।