নুপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করল কলকাতা পুলিশ
কলকাতার আমহার্স্ট স্ট্রিট ও নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছিল নুপুরের বিরুদ্ধে

বিতর্কিত মন্তব্যের জেরে সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করল কলকাতা পুলিশ। সংবাদ সংস্থা এনআইএ সূত্রে এরকমটাই জানা যাচ্ছে।
গত মে মাসে জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে এক টেলিভিশন শো’তে ইসলাম ধর্মের গুরু নবীকে নিয়ে বিতর্কিত করেন বিজেপি’র জাতীয় মুখপাত্র নুপুর শর্মা। ওই মন্তব্যের জেরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সেই আঁচ এসে পরে বাংলাতেও। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন শরু হয়।
কলকাতার আমহার্স্ট স্ট্রিট ও নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছিল নুপুরের বিরুদ্ধে। তাঁকে সমন পাঠিয়ে এই দুই থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। জীবনের ঝুঁকি আছে বলে কলকাতা পুলিশের কাছে সময় চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় পার হয়ে গেলেও তিনি থানায় হাজিরা দেননি। তাই এবার লুকআউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ।