পুজোর আগে নজরে সাইবার নিরাপত্তা, কিয়স্ক চালু করছে কলকাতা পুলিশ

September 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৭: মহালয়ার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। সেই আবহে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ। আজ কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা (CP Manoj Varma) দুর্গাপুজোর গাইডম্যাপ ও অ্যাপ উদ্বোধন করে জানান, এবারের পুজোয় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সাইবার সিকিউরিটি-কে।

নগরপাল জানান, “সাইবার অপরাধ রুখতে তৈরি হচ্ছে আলাদা কিয়স্ক। সাধারণ মানুষ যাতে সুরক্ষিত থাকতে পারেন, সেই চেষ্টাই করা হচ্ছে।” দুর্গাপুজোর অ্যাপে পার্কিং সংক্রান্ত তথ্যও বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। পুজোর আগে বাজারে ভিড় বাড়ছে, তাই থানা ও ডিভিশন স্তরে ট্রাফিক ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বন করা হয়েছে।

তবে তিনি আশ্বাস দেন, “উৎসবের মরশুমে এই বিষয়টি চিন্তার হলেও রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের একাধিক ইউনিট ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছে।”

মনোজ ভার্মা জানান, “কলকাতা পুলিশের STF ও গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই বহু জায়গায় অভিযান চালিয়েছে। অস্ত্র কারখানা ও পাচার চক্রে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা থেকে অস্ত্র এনে যারা কলকাতায় ঢুকছে, তাদেরও ধরার চেষ্টা চলছে।” এই বছর গ্রেপ্তারির সংখ্যা আগের তুলনায় অনেক বেশি বলেও দাবি করেন তিনি।

নগরপাল আশ্বাস দিয়েছেন, পুজোর সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি থাকবে। উৎসবের আনন্দ যাতে বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যেই প্রশাসনের এই উদ্যোগ। নগরপালের কথায়, “সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen