গাড়ি নিয়ে মা ফ্লাইওভার দিয়ে যাতায়াত করেন? পুলিশের নয়া সিদ্ধান্ত জানেন?

এজেসি বোস ফ্লাইওভার ও মা ফ্লাইওভারের তীব্র যানজট নিয়ে বড় সিদ্ধান্ত নিল পুলিশ।

August 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
নিজস্ব চিত্র

এজেসি বোস ফ্লাইওভার ও মা ফ্লাইওভারের তীব্র যানজট নিয়ে বড় সিদ্ধান্ত নিল পুলিশ। গুনতে হবে জরিমানা। ফ্লাইওভারের উপরে গাড়ি ব্রেক ডাউন হলে বা চলমান অবস্থায় কোনও গাড়ির সঙ্গে কোনও গাড়ির ধাক্কা লাগলে, কোনও রকম বাদানুবাদে জড়ালে; মোটা টাকা জরিমানা করবে কলকাতা পুলিশ। জরিমানা হিসেবে ৫ হাজার টাকা অবধি গুনতে হতে পারে। রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশের সিদ্ধান্তে গাড়ির চালক থেকে শুরু করে নিত্যযাত্রীরা বেশ ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, গাড়ি যন্ত্র, যেকোনও সময় খারাপ হতে পারে। পাঁচ হাজার টাকার জরিমানার সিদ্ধান্তকে বাড়াবাড়ি বলেই মনে করছেন অনেকে।

কেউ কেউ বলছেন, ব্রেক ডাউন হলে ড্রাইভারের কী দোষ? গাড়ি তো খারাপ হতেই পারে। এরকম সিদ্ধান্ত নিলে খুব অসুবিধা হবে। হাজার টাকা ইনকাম নেই! ৫ হাজার টাকা কোথা থেকে আসবে। অনেক অসুবিধায় পড়ে যাবে। যাত্রীরাও ফাইনের অঙ্ককে বাড়াবাড়িই বলছেন। প্রসঙ্গত, মা ফ্লাইওভারে প্রায়শই তীব্র যানজটের ছবি দেখা যায়। এবার যাতে বদল আনতে চাইছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen