ময়দানে লালবাজার, খোলা তারের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হাওয়া রুখতে তৎপর কলকাতা পুলিশ
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪০: উৎসবের মরশুম শুরু আগেই তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)। কোথাও যেন খোলা তার অবস্থায় পড়ে না থাকে, বুধবার বৈঠক করে শহরের প্রত্যেকটি থানার ওসিকে এমনই নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা। প্রতিটি থানা এলাকায় খোলা তারের সন্ধানে তল্লাশি শুরু করল পুলিশ। কোনও ল্যাম্পপোস্ট যাতে কেউ তড়িদাহত না হন, তা নিয়েও নজরদারি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই সিইএসসি-র (CESC) সঙ্গে এক দাফ আলোচনা করছে লালবাজার।
উল্লেখ্য, সোমবার রাতভর বৃষ্টিতে মঙ্গলবার জলমগ্ন হয়ে পড়ে শহর। জমা জলে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়। আবারও বৃষ্টি হলে, এমন মর্মান্তিক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই তৎপর পুলিশ। পুজোয় যদি বৃষ্টির জেরে জল জমে, তা সরানোর জন্য ওয়ার্ডস্তরে পুরসভার সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে থানাগুলি।
পুজোয় পুলিশকর্মী ও আধিকারিকদের রেনকোট ও পর্যাপ্ত ছাতা নিয়ে ডিউটি করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার রাত থেকে ভিড় সামলাতে পথে নামছে পুলিশ। মহিলাদের নিরাপত্তার জন্য বেশিরভাগ পিকেটে থাকবেন মহিলা পুলিশকর্মীরা। মহিলা পুলিশদের ‘উইনার্স’ বাহিনী শহরজুড়ে টহলদারি চালাবে। শহরে ৬০-র বেশি ওয়াচ টাওয়ার থেকে পুলিশ নজরদারি রাখবে। কীভাবে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হবে, তার জন্য কৌশল সাজাচ্ছে ট্রাফিক পুলিশ। গাড়ি চলাচল মসৃণ রাখতে রাস্তার একধারে পথচারী ও পুজোর দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যারিকেড তৈরি হয়েছে। পুজোকে মাথায় রেখে কয়েকশো সিসিটিভি বসানো হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে।