২৬ জানুয়ারির আগে বিশেষ সতর্কতা কলকাতা পুলিশের

২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বাহিনীকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিলেন কলকাতার সিপি মনোজ ভার্মা।

January 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
২৬ জানুয়ারির আগে বিশেষ সতর্কতা কলকাতা পুলিশের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাধারণতন্ত্র দিবসের আগে এ বার বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কথাও মাথায় থাকছে পুলিশের। সাধারণতন্ত্র দিবসের জন্য প্রতি বছরই নজরদারির অতিরিক্ত বন্দোবস্ত রাখে লালবাজার। এ বারও তা করা হচ্ছে। তবে লালবাজার সূত্রে খবর, এ বছরে সাধারণতন্ত্র দিবসের আগে বাড়তি পুলিশি নজরদারির একটি অন্যতম কারণ বাংলাদেশের পরিস্থিতি।

২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বাহিনীকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিলেন কলকাতার সিপি মনোজ ভার্মা। সরাসরি বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতির কথা উল্লেখ করে সিপি, কলকাতার সব থানার ওসিদের সতর্ক করেছেন। ইতিমধ্যেই এই ইস্যুতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি সুনির্দিষ্ট সতর্কবার্তা এসে পৌঁছছে লালবাজারে।
শুক্রবার সকাল ১১টা থেকে আলিপুর বডিগার্ড লাইন্সে ২৬ জানুয়ারি উপলক্ষে কলকাতা পুলিসের একটি জরুরি বৈঠক হয়। এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ওসিদের এই নির্দেশ দিয়েছেন সিপি।

কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুসারে, ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশের জেল থেকে ছাড়া পাওয়া জেএমবি, এবিটি জঙ্গিদের মধ্যে কয়েক জনের সন্ধান নেই। কেন্দ্রীয় গোয়েন্দাদের আশঙ্কা, উধাও জঙ্গিদের একটা বড় অংশ চোরাপথে সীমান্ত পেরিয়ে নাম পাল্টে এরাজ্যে গোপনে আশ্রয় নিয়েছে। তাই কলকাতা পুলিসকে বাড়তি সতর্ক থাকতে হবে।

পাশাপাশি আর জি কর রায়ের পর নতুন করে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করা হতে পারে। তা নিয়েও বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন সিপি। আবার দিন কয়েক আগে ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে এক গুলির লড়াইয়ে শীর্ষস্তরের মাওবাদী নেতা চলপতি সহ ১৬ জনের মৃত্যু হয়েছে। এদিনের বৈঠকে সিপি এনিয়েও কলকাতা পুলিসকে সতর্ক থাকতে বলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen