21 July Shahid Dibas: কোথায় কোথায় যান নিয়ন্ত্রণ, কী কী ব্যবস্থা ট্রাফিক পুলিশের?

সোমবার শহরের সব রাস্তা মিশবে ধর্মতলায়। রাত রাজ্যের পোহালেই শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্ববৃহৎ কর্মসূচি শহিদ দিবস পালিত হবে।

July 20, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.৩০: সোমবার শহরের সব রাস্তা মিশবে ধর্মতলায়। রাত রাজ্যের পোহালেই শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্ববৃহৎ কর্মসূচি শহিদ দিবস পালিত হবে। ওই দিন লক্ষ লক্ষ কর্মী, সমর্থক ধর্মতলায় আসবেন। এই আবহে শহরের যান চলাচলকে সচল রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নিচ্ছে পুলিশ। হাইকোর্টের নির্দেশ মেনে, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলকাতা শহরে যাতে কোনও যানজট না-হয়, তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করেছে পুলিশ। আদালতের নির্দেশ মেনেই যান নিয়ন্ত্রণের তথ্য দেওয়া হয়েছে।

কলকাতা উচ্চ আদালত জানিয়েছিল, সোমবার কাজের দিনে আম জনতাকে যাতে ভোগান্তি পোহাতে না হয়, তা নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে। একগুচ্ছ শর্তও বেঁধে দিয়েছে আদালত। ধর্মতলামুখী মিছিলগুলো যে রাস্তা দিয়ে যাবে, সেই রাস্তার ধারে ট্রাম-সহ অন্য যানবাহনকে দাঁড় করানো যাবে না। প্রয়োজনে পুলিশ সাময়িকভাবে যানবাহনকে বিকল্প পথে ঘুরে যাওয়ার নির্দেশ দিতে পারে। পুলিশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে। আদালতের নির্দেশ মেনে ২১ জুলাইয়ে কলকাতার রাস্তায় কী কী ট্র্যাফিক ব্যবস্থা থাকবে, কোন রাস্তা, কত ক্ষণ বন্ধ থাকবে, বিকল্প কোন রাস্তায় যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারবেন; তা বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানিয়েছে কলকাতা পুলিশ।

লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রাস্তাগুলি হল আমহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী), বিধান সরণি (কে সি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড), কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী), ব্র্যাবোর্ন রোড (উত্তর থেকে দক্ষিণমুখী), স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমুন্ট স্ট্রিট পর্যন্ত), বিবি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিম), বেন্টিঙ্ক স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), নিউ সিআইটি রোড (পশ্চিম থেকে পূর্ব) এবং রবীন্দ্র সরণি (বি কে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত)।

শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা এবং রাস্তায় গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না এদিন। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে গাড়ি পার্কিং করার ক্ষেত্রে বিধিনিষেধ থাকছে। ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি শহরে ঢুকতে দেওয়া হবে না। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ির ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen