অস্কারের মঞ্চে উইল স্মিথের চড় কান্ড ব্যবহার করে নাগরিকদের সচেতনতার বার্তা কলকাতা পুলিশের

এই ঘটনার প্রেক্ষিতে নিজেদের টুইটার হ্যান্ডল থেকে একটি মিম শেয়ারও করেছে কলকাতা পুলিশ।

March 28, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

অস্কারের মঞ্চে অভিনেতা উইল স্মিথের সঞ্চালক ক্রিস রকের গালে কষিয়ে চড় মারার বিষয় ইতিমধ্যেই নেটমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এই ঘটনাকেই কাজে লাগিয়ে নাগরিকদের উদ্দেশে সচেতনতার বার্তা দিল কলকাতা পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে নিজেদের টুইটার হ্যান্ডল থেকে একটি মিম শেয়ারও করেছে কলকাতা পুলিশ। এই মিমের মাধ্যমে দ্রুত এবং সহজে ঋণ পাওয়ার লোভে অনলাইন অ্যাপের ফাঁদে পা না দেওয়ার বিষয়ে বার্তা দিয়েছে তারা। এই মিমে দেখা যাচ্ছে উইল স্মিথের সঞ্চালক ক্রিস রকের গালে চড় মারার ঘটনা। যেখানে ক্রিস রককে দেখানো হয়েছে সেই অনলাইন অ্যাপ হিসেবে, যারা সহজে এবং খুব তাড়াতাড়ি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের সঙ্গে জালিয়াতি করে।

অন্য দিকে, উইল স্মিথকে দেখানো হয়েছে সাধারণ নাগরিক হিসেবে। কী ভাবে সাধারণ মানুষের ঋণ জালিয়াতি থেকে বাঁচতে অনলাইন অ্যাপগুলিকে দুরে সরিয়ে রাখা উচিত, এই মিমের মাধ্যমে সেই বার্তাই দিয়েছে কলকাতা পুলিশ। এই অভিনব পন্থায় সচেতনতার বার্তা দেওয়ার কারণে কলকাতা পুলিশকে সাধুবাদও জানিয়েছেন নেটাগরিকরা।

প্রসঙ্গত, স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা করার জন্য অস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিসকে সপাটে চড় মারেন স্মিথ। স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটের চুল নিয়ে রসিকতা করার কারণেই ক্রিসকে চড় হাঁকান স্মিথ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen