পিঠে ব্যাগ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষার ডিউটি নয়, নির্দেশ কলকাতার নগরপালের

লালবাজার তরফে কলকাতার প্রতিটি থানায় এবং ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জদের একটি মেল করে দেওয়া হয়েছে।

October 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আর পিঠে ব্যাগ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষার ডিউটি নয়, এই মর্মেই নির্দেশিকা জারি করলেন কলকাতা নগরপাল বিনীত গোয়েল। নগরপালের দাবি, ডিউটিতে থাকাকালীন পুলিশ কর্মীদের পিঠে ব্যাগ দেখা যায়। বিশেষ করে কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মীদের মধ্যে এইভাবে ব্যাগ নিয়ে ডিউটি করার প্রবণতা বেশি৷ নগরপালের মতে, এইভাবে আইনশৃঙ্খলা রক্ষার ডিউটি করা যায় না। ব্যাগ নিয়ে ডিউটি করার সময় উন্মত্ত জনতাকে ঠেকানো সম্ভব নয়! তাই নগরপালের নির্দেশ, এবার থেকে কলকাতার রাজপথে আইনশৃঙ্খলা সামলানোর ডিউটিতে কর্মরত পুলিশকর্মীরা পিঠে ব্যাগ ব্যবহার করতে পারবেন না।

লালবাজার তরফে কলকাতার প্রতিটি থানায় এবং ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জদের একটি মেল করে দেওয়া হয়েছে। পুলিশের নয়টি ডিভিশনাল ডেপুটি কমিশনারদেরও এই মেল পাঠানো হয়েছে। নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, আর পিঠে ব্যাগ নিয়ে ডিউটি করা চলবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen