হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন? চরম বিপদে পড়তে পারেন পুলিশের নয়া প্রযুক্তিতে

বর্তমানে কলকাতা শহর এবং সংলগ্ন এলাকায় নজরদারি চালানোর জন্য 2500 CCTV ক্যামেরা রয়েছে

December 12, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi
(প্রতিকী চিত্র। সংগৃহীত)

হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন? চরম বিপদে পড়তে পারেন আপনি। কারণ এবার পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ।


কী পরিকল্পনা?

জানাগেছে, বর্তমানে কলকাতা শহর এবং সংলগ্ন এলাকায় নজরদারি চালানোর জন্য 2500 CCTV ক্যামেরা রয়েছে। এবং তার মধ্যে 125টি ক্যামেরা, গাড়ির লাইসেন্স প্লেট রিড করতে পারে। কিন্তু বাকি CCTV গুলির ক্ষেত্রে সেই সুবিধা না থাকায়, অনেক সময় ট্রাফিক রুল ভঙ্গকারীদের জরিমানা বা গ্রেফতার করতে পারে না পুলিশ। তাই পুরো বিষয়টিতে এবার Artificial Intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হচ্ছে।


কীভাবে AI কাজ করবে?

কলকাতা পুলিশ একটি বিশেষ সফ্টওয়ার ব্যবহার করবে। ওই সফ্টওয়ারটি পুরোটাই AI দ্বারা কাজ করে। সফ্টওয়ারটির কাজ হবে CCTV ফুটেজ স্ক্যান করা। অর্থাৎ 2500 টি CCTV ফুটেজে যা ধরা পড়বে তা স্ক্যান করবে সফ্টওয়্যারটি। এবং যদি কেউ হেলমেট ছাড়া ড্রাইভ করেন, বা বেআইনি পার্কিং করেন অথবা অন্য কোনও ট্রাফিক রুল ভঙ্গ করেন তাহলে সেই ব্যক্তিকে চিহ্নিত করতে পারবে সফ্টওয়ারটি। ফলে সহজেই কলকাতা পুলিশের পক্ষে তাঁকে ধরা সম্ভব হবে।


কলকাতা পুলিশ প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছে। এবং জানা গেছে আগামী মাসে পুরো বিষয়টি নিয়ে আরও একবার আলোচনা হবে। কীভাবে Advanced Machine Learning প্রযুক্তি এক্ষেত্রে কাজ করবে তা বোঝাতে পারেন বিশেষজ্ঞরা। পুরো বিষয়টি ইমপ্লিমেন্ট করার জন্য শুধু যে প্রযুক্তি সংস্থাই থাকবে এমনটা নয়, দেশের নামী বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও এর সঙ্গে জড়িত থাকবে।


পুরো বিষয়টি কীভাবে সম্পন্ন হবে?

যে সফ্টওয়ারটি কলকাতা পুলিশ ব্যবহার করবে সেটি মূলত ভিডিয়ো ডেটা স্ক্যান করবে। এবং সেটির হেড কোয়ার্টার হবে লালবাজারে। সফ্টওয়ারটির সঙ্গে শহরের সবকটি CCTV ক্যামেরা লিঙ্ক করানো থাকবে। এবং সেই CCTV-গুলিতে একটি করে বিশেষ কার্ড লাগানো থাকবে। যখনই কেউ হেলমেট ছাড়া ড্রাইভ করবে, তখনই সেই তথ্য সঙ্গে সঙ্গে CCTV ক্যামেরায় লাগানো কার্ড ডিটেক্ট করে লালবাজারের কন্ট্রোলরুমে পাঠাবে। অন্যদিকে নো-পার্কিং জ়োনে কেউ গাড়ি রাখলেই তা কন্ট্রোলরুমে থাকা ব্যক্তিদের কাছে তথ্য চলে যাবে। পুরো বিষয়টি হবে রিয়েল টাইমে। অর্থাৎ CCTV ক্যামেরায় ছবি তোলা থেকে শুরু করে তা ডিটেক্ট করে কন্ট্রোলরুমে পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি হবে মুহূর্তের মধ্যে।

ইতিমধ্যে এমনই একটি সফ্টওয়ার করেছে IIT হায়দ্রাবাদ। তারা হায়দ্রাবাদ পুলিশের সঙ্গে চুক্তি করেছে এবং যার ফলে হেলমেটহীন বাইক চালকদের ধরতে সুবিধা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen