ভুয়ো ভিডিও ছড়ানোর জন্য মধু কিশওয়ারের বিরুদ্ধে এফআইআর

এবার এই গুজব ছড়ানোর বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার সেল (Kolkata Police’s Cyber Cell) এফআইআর (FIR) দায়ের করলো মধু কিশোরের বিরুদ্ধে।

November 11, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

২০১৪ সাল থেকে ফেসবুক আর হোয়াটস অ্যাপের মাধ্যমে ফেক নিউজ (Fake News) শব্দটি আজ আর নতুন না। বিশেষত, এই ধরনের ফেক নিউজের মূল উদ্দেশ্য থাকে সাম্প্রদায়িক দাঙ্গা দেখিয়ে উস্কানি ছড়ানো।

গত লোকসভা নির্বাচনের আগে বাংলাদেশের (Bangladesh) সাম্প্রদায়িক দাঙ্গা ও ভোজপুরী সিনেমার কিছু অশ্লীল দৃশ্যের ছবি দিয়ে প্রচার করা হচ্ছিল পশ্চিমবঙ্গে হিন্দু এবং নারীদের এভাবেই অত্যাচার করা হয় শাসক দলের পৃষ্ঠপোষকতায়।

আবারও সেই একই ঘটনা ঘটলো। কয়েকদিন আগে মধু কিশওয়ার (Madhu Kishwar) বাংলাদেশের একটি ভিডিও পোস্ট করে বলে এটি পশ্চিমবঙ্গের (West Bengal) ঘটনা। এবার এই গুজব ছড়ানোর বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার সেল এফআইআর দায়ের করলো মধু কিশওয়ারের বিরুদ্ধে।

আইটি অ্যাক্ট ২০০০ (IT Act 2000) এর ৬৬সি ধারায় এই এফআইআর দায়ের হয়। এছাড়া আইপিসির (IPC) ১৫৩এ/২৯৫এ/৫০৫(১)(বি)/৫০৫ (২)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen