দেশের শহরগুলির মধ্যে বাড়ির ক্রয়ক্ষমতা সূচকে দ্বিতীয় স্থানে কলকাতা

কলকাতা ২০২৩ সালে ২৪ শতাংশ অনুপাত সহ ভারতীয় শহরগুলির মধ্যে বাড়ির ক্রয়ক্ষমতা সূচকে দ্বিতীয় স্থান অর্জন করেছে৷

December 30, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা ২০২৩ সালে ২৪ শতাংশ অনুপাত সহ ভারতীয় শহরগুলির মধ্যে বাড়ির ক্রয়ক্ষমতা সূচকে দ্বিতীয় স্থান অর্জন করেছে৷

অন্যান্য শহরের অনুপাতের স্তর ২০২২ থেকে এক শতাংশ এবং ২০১৯-এর প্রাক-মহামারী বছর থেকে আট শতাংশ বেড়েছে, এমনি জানাচ্ছে , নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার মালিকানাধীন ‘সামর্থ্য সূচক’।

২০২২ সালে সামর্থ্যের সংক্ষিপ্ত পতনের পরে ২০২৩ সালে EMI (সমমান মাসিক কিস্তি) থেকে আয়ের অনুপাত বেড়েছে।

গত বছরের তুলনায় সামান্য ভালো হলেও, ২০১৯ সাল থেকে শহর জুড়ে বাড়ির ক্রয়ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। মুদ্রাস্ফীতিতে সংযম প্রত্যাশিত এবং সুদের হারের অনুমান নিম্নমুখী প্রবণতা ২০২৪ সালে বাড়ির ক্রয়ক্ষমতা আরও উন্নত করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen