দোল উৎসবের পরই সিকিম-কলকাতা বিমান পরিষেবা চালু হবে

চলতি সপ্তাহেই ‘এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া’র (এএআই) তরফে জানানো হয়েছে, কলকাতা এবং গুয়াহাটির সঙ্গে পাকিয়ং পর্যন্ত বিমান পরিষেবা চালু হবে।

January 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন করে সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে ফের চালু হতে চলেছে বাণিজ্যিক বিমান পরিষেবা। চলতি সপ্তাহেই ‘এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া’র (এএআই) তরফে জানানো হয়েছে, কলকাতা এবং গুয়াহাটির সঙ্গে পাকিয়ং পর্যন্ত বিমান পরিষেবা চালু হবে।

মার্চ মাসে ১৪ তারিখ রয়েছে দোল উৎসব, তারপরই মার্চের শেষের দিকে এই পরিষেবা চালু হচ্ছে। উল্লেখ্য, অনেকেই গরমের ছুটিতে সিকিম ঘোরার পরিকল্পনা করে থাকেন। সেই পরিকল্পনায় স্বাচ্ছন্দ্য আনতে এই বিমান পরিষেবা আলাদা মাত্রা যোগ করতে পারে। ইতিমধ্যেই বিমানের সূচিও তৈরি হয়ে গিয়েছে বলে খবর।

উল্লেখ্য, নানান কারণে গত ১০ মাসে সিকিমের পাকিয়াং বিমানবন্দর থেকে কলকাতার বিমানযোগ বন্ধ ছিল। পাকিয়ং বিমানবন্দরের অধিকর্তা সঞ্জীব কুমার সিং বলেন, ‘আপাতত পাকিয়াং বিমানবন্দর থেকে চালু হচ্ছে কলকাতা, গুয়াহাটির বিমান। সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে।’ জানা যাচ্ছে, একটি বিমান সংস্থাই এই বিমান চালাচ্ছে, আর বুকিং শুরু হয়ে গিয়েছে। এই রুটে বিমান প্রতিদিনই চলবেবলে খবর। বিমানবন্দর সূত্রের খবর, এএআই কর্তৃপক্ষ তৈরি করেছে বিমানের সূচি। সিকিমের পাকিয়াংএ সকাল ১১ টা নাগাদ বিমানটি কলকাতা থেকে পৌঁছবে। বেলা ১২ টা নাগাদ পাকিয়াং থেকে সেই বিমানই যাবে গুয়াহাটি। দুপুর ২.৩০ মিনিট নাগাদ গুয়াহাটি থেকে বিমান আসবে সিকিমে পাকিয়াং এ, তারপর পাকিয়াং বিমানবন্দর থেকে বেলা ৩ টে নাগাদ বিমান রওনা হবে কলকাতার উদ্দেশে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen