বাঙালি হওয়াই কি ‘অপরাধ’! নয়ডার হোটেলে ঠাঁই হল না কলকাতার প্রযুক্তিবিদ ও তাঁর ছেলের
এই ঘটনায় OYO কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে বিবৃতি দেয় এবং মীরা ইটারনিটি হোটেলটিকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তদন্ত শুরু করেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪০: দেশজুড়ে বাঙালিদের প্রতি বিদ্বেষ যেন বেড়েই চলেছে। সম্প্রতি কলকাতার এক প্রযুক্তিবিদ ও তাঁর ১৪ বছর বয়সী ছেলে এই বিদ্বেষের শিকার হয়েছেন। নয়ডার সেক্টর ৪৪-এর একটি হোটেল তাঁদের কেবলমাত্র বাঙালি হওয়ার কারণে থাকার অনুমতি দেয়নি। উল্লেখযোগ্যভাবে, ওই কিশোর একজন জাতীয় স্তরের স্কেটার, যিনি একটি প্রতিযোগিতায় অংশ নিতে নয়ডায় এসেছিলেন।
পিতার অভিযোগ, হোটেল রিসেপশনিস্ট (receptionist) OYO-তে করা তাদের দু’রাতের বুকিং (booking) ক্যানসেল করে দেয়। অভিযোগ অনুযায়ী, রিসেপশনিস্ট জানায়, স্থানীয় পুলিশ স্টেশন ১৫ই অগাষ্ট পর্যন্ত বাংলাদেশ, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের কোনো নাগরিককে নিরাপত্তার কারণে হোটেলে থাকতে নিষেধ করেছে।
প্রযুক্তিবিদ বলেন, “রিসেপশনিস্ট বলল, পুলিশ বাংলাদেশ, পাঞ্জাব বা কাশ্মীরের কাউকে থাকতে দিতে নিষেধ করেছে। আমি বুঝিয়ে বলি আমরা বাংলাদেশি নই, পশ্চিমবঙ্গের বাসিন্দা। কিন্তু সে জবাব দেয়, ‘একই কথা’, এবং আমাদের ঢুকতে দেয়নি।”
এই ঘটনায় OYO কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে বিবৃতি দেয় এবং মীরা ইটারনিটি হোটেলটিকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তদন্ত শুরু করেছে।