পেরোয়নি ৪০ degree! গত বছরের তুলনায় অপেক্ষাকৃত আরমদায়ক মে মাস পেল শহরবাসী
বৈশাখ জ্যৈষ্ঠ মিলিয়ে গোটা মে মাসজুড়ে কলকাতায় যেমন ভাবা হয়েছিল সেরকম গরম পড়ল না। ভাব হয়েছিল, তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকবে কয়েকদিন, তবে তা ৮০ ডিগ্রি পেরোল না। তাপমাত্রা মাত্রাতিরিক্ত না হওয়ায়, গত বছরের তুলনায় অপেক্ষাকৃত আরমদায়ক মে মাস পেল শহরবাসী। প্রসঙ্গত, গত বছর মে’র শুরুর দিকেই ৪৩ ডিগ্রি পর্যন্ত উঠেছিল পারদ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: বৈশাখ জ্যৈষ্ঠ মিলিয়ে গোটা মে মাসজুড়ে কলকাতায় যেমন ভাবা হয়েছিল সেরকম গরম পড়ল না। ভাব হয়েছিল, তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকবে কয়েকদিন, তবে তা ৮০ ডিগ্রি পেরোল না।
তাপমাত্রা মাত্রাতিরিক্ত না হওয়ায়, গত বছরের তুলনায় অপেক্ষাকৃত আরমদায়ক মে মাস পেল শহরবাসী। প্রসঙ্গত, গত বছর মে’র শুরুর দিকেই ৪৩ ডিগ্রি পর্যন্ত উঠেছিল পারদ।
আবহাওয়ার তথ্য বলছে, চলতি বছরের ১১ মে কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ। সেদিন ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল। এছাড়া আরও দু-একদিন ৩৮ বা ৩৯ ডিগ্রি অবধি উঠেছিল। তবে এবছর কোনওদিনই তা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়নি। ফলত ঠা ঠা পোড়া গরম থেকে গত বছরের তুলনায় অনেকটাই রেহাই পেয়েছে কলকাতা।
আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলকাতায় তাপমাত্রা বাড়লেও তা এবছর ৪০ ডিগ্রিতে পৌঁছয়নি। তবে কলকাতার বাইরে তাপপ্রবাহ হয়েছে।
এবছর কলকাতায় যে সময়ে ৪০ ডিগ্রি হওয়ার কথা ঠিক তখনই ঝড়-বৃষ্টি হয়েছে। বিশেষ করে এপ্রিলের শেষ থেকে মে পর্যন্ত। যে বছর ঝড়-বৃষ্টি বেশি হয় সে বছর তাপপ্রবাহ কম থাকে।
দিনের কোন সময় ঝড়-বৃষ্টি হচ্ছে সেটিও হচ্ছে মূল বিষয়। এবছর ঝড়-বৃষ্টি বেশিরভাগ দিন দুপুর থেকে শুরু হয়েছিল। ফলে তাপমাত্রা বৃদ্ধির হয়নি। উল্টে বদলে শীতল হয়ে গিয়েছে হাওয়া।
আজ মে মাস শেষ। আসছে জুন-জুলাই। করলে বর্ষা ঢুকে গেছে বলে খবর, তাই সেই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।