হাজার টাকার কমে বিমানে কোচবিহার থেকে কলকাতা! চালু হচ্ছে উড়ান

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ইতিমধ্যেই কোচবিহার বিমানবন্দর থেকে বিমান চলাচলের সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে

February 4, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অবশেষে কোচবিহার বিমানবন্দর থেকে উড়বে কলকাতাগামী বিমান। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ইতিমধ্যেই কোচবিহার বিমানবন্দর থেকে বিমান চলাচলের সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে। কোচবিহার বিমানবন্দর থেকে আপাতত ৯ আসনের ছোট বিমান ওঠা-নামা করবে।

গত কয়েক বছর ধরেই কোচবিহারকে বিমান পরিষেবার মধ্যে আনার দাবি ছিল রাজ্যের। শেষ পর্যন্ত সেই তালিকায় সংযোজিত হল কোচবিহার বিমানবন্দর। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই কোচবিহার এবং কলকাতার মধ্যে শুরু হবে ৯ আসনের বিমান পরিষেবা চালু হতে চলেছে। বিমান সংস্থার এক আধিকারিকদের থেকে জানা যাচ্ছে, প্রতিদিন কোচবিহার কলকাতার মধ্যে বিমান চলাচল করবে যার ভাড়া ধার্য করা হয়েছে মাত্র ৯৯৯ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen