কলকাতায় ফের একদিনের চলচ্চিত্র উৎসব, থাকবে বিশ্বের সেরা অ্যাডভেঞ্চারের ফিল্ম

আগামী ১৫ ফেব্রুয়ারি মহাজাতি সদনে হতে চলেছে চলচ্চিত্র উত্সব। এখানে ১০টি ছবি দেখানো হবে, তার সবগুলোই তথ্যচিত্র।

February 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মিটবে তরুণদের প্রজন্মের কাছে অ্যাডভেঞ্চার নিয়ে কৌতূহল। কলকাতায় দেখা যাবে বিশ্বের বাছাই করা নানা অ্যাডভেঞ্চারের সিনেমা। আগামী ১৫ ফেব্রুয়ারি মহাজাতি সদনে হতে চলেছে চলচ্চিত্র উত্সব। এখানে ১০টি ছবি দেখানো হবে, তার সবগুলোই তথ্যচিত্র। যেগুলিতে থাকবে না কোনও ভিএফএক্সের কারসাজি।

‘টু পয়েন্ট ফোর’: থাকবে রোমহর্ষক ফিল্ম ‘টু পয়েন্ট ফোর’। ৯ বছরের ফ্রেয়া, ৫বছরের জ্যাকসন বাবা-মায়ের সঙ্গে নরওয়ের পাহাড় ২০০০ ফুটের দেওয়াল চড়ার কাহিনি থাকবে এই ছবিতে।

‘ওয়ান ডিগ্রি পেরু’: এই ছবিতেও থাকবে আর্মেল কোর্টিয়াস আর মার্টিন থমাস পৃথিবীর উচ্চতম গ্লেসিয়াল লেকে কাইটসার্ফিংয়ের রোমহর্ষক দৃশ্য।

‘স্টিল এলাইভ’: আগ্নেয়গিরির লাভাকে ধাওয়া করার গল্প নিয়ে এই ছবি। ক্লাস উইলিয়ামস নামের এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে চিকিত্সকরা বলেছিলেন, ২৫ বছর পর্যন্তই বাঁচতে পারবেন তিনি। এর ১০ বছর পরে রক ক্লাইম্ব করে চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন তিনি।

এরকমই নানা অ্যাডভেঞ্চারের সিনেমা থাকবে চলচ্চিত্র উত্সবে। কলকাতায় এই চলচ্চিত্র উত্সবের আয়োজন করছে স্বেচ্ছাসেবী সংস্থা ও মুম্বইয়ের হিমালয়ান ক্লাব ড্রিম ওয়ান্ডারলাস্ট। জানা গিয়েছে, এই উত্সবে টিকিটের মূল্য ৩০০ টাকা। এক টিকিটে সারাদিন দেখা যাবে সবক’টি ফিল্ম। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen