দশ বছরে রেকর্ড ভেঙে অক্টোবরের শেষেই ২০ ডিগ্রির নিচে নামল কলকাতার তাপমাত্রা

গত দশ বছরে রেকর্ড ভেঙে অক্টোবরের শেষেই ২০ ডিগ্রির নিচে নামল কলকাতার তাপমাত্রা

October 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত দশ বছরে রেকর্ড ভেঙে অক্টোবরের শেষেই ২০ ডিগ্রির নিচে নামল কলকাতার তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২ সালের অক্টোবরে কলকাতার তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। তারপর ২০১৮ সালের অক্টোবরে ২০ ডিগ্রিতে সেলসিয়াসে নেমেছিল কলকাতার তাপমাত্রা ।

আবহাওয়া দপ্তরের খবর, পশ্চিম বঙ্গে আপাতত কোনও সম্ভাবনা নেই বৃষ্টির। আগামী ৪-৫ দিনেই আবহাওয়া শুষ্ক থাকলেও ক্রমশ বাড়বে উত্তুরে হওয়ার প্রভাব। জেলায় শীতের আমেজ বজায় থাকবে সকাল ও সন্ধেবেলা। পারদ ক্রমশ নামতে শুরু করবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen