বাড়ছে হকারদের দৌরাত্ম্য! ফুটপাত দখলমুক্ত করতে নয়া উদ্যোগ পুরসভার

কলকতার ফুটপাত দখলমুক্ত করতে মনিটরিং সেল তৈরির সিদ্ধান্ত পুরসভার

August 7, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Anandabazar

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকতার ফুটপাত দখলমুক্ত করতে মনিটরিং সেল তৈরির সিদ্ধান্ত পুরসভার। কলকাতা পুলিশ ও KMC যৌথভাবে এই নজরদারি চালাবে বলে জানা গিয়েছে। কিন্তু, কেন ফের এই উদ্যোগ? খবর মিলেছে, কলকাতার বহু ফুটপাতই দখল হয়ে গিয়েছে। রমরমিয়ে চলছে হকারদের দৌরাত্ম্য। তাই ফের এই সিদ্ধান্ত পুরসভার।

হকার নিয়ন্ত্রণের বিষয়ে পুরসভার মেয়র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে এটা একটা দুঃখের বিষয়। হকাররা নিয়ম মানছে না। তাই তিনি এবার পুলিশ-প্রশাসনের সাহায্য নিয়েছেন।

বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। অভিযোগ উঠেছে, নিউমার্কেট, গড়িয়াহাট এবং শ্যামপুকুর এলাকায় সমীক্ষা চালিয়েও নিস্ক্রিয় ভূমিকায় টাউন ভেন্ডিং কমিটি। তবে পুরসভার নয়া এই উদ্যোগে আদৌ হকার সমস্যার সমাধান হবে কিনা তা সময়‌ই বলে দেবে।

পথচারীদের অভিযোগ একজন হকার ফুটপাতে আসর জমালে তাঁকে দেখে অন্যরাও বসে পড়ছে। এভাবেই দিন দিন বাড়ছে হকারদের সংখ্যা। আদৌ বিষয়টি কোন‌ও সুরাহা হয় নি। তবে পথচারীদের এবারে আশা আগামীদিনের হয়ত মনিটরিং সেলের মাধমে মিলতে পারে ফুটপাত সমস্যার স্থায়ী সমাধান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen