AIFF-এর বাণিজ্যিক অধিকার ব্যবস্থাপনায় ‘কেপিএমজি ইন্ডিয়া’, আশার আলো ভারতীয় ফুটবলে

September 16, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৮:  ভারতীয় ফুটবলে বড়সড় সিদ্ধান্তের পথে এগোল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। দেশের শীর্ষ কনসালটিং সংস্থা কেপিএমজি ইন্ডিয়া সার্ভিসেস এলএলপি-কে সীমিত সময়ের জন্য এআইএফএফ-এর বাণিজ্যিক অধিকার বিক্রয় ও ব্যবস্থাপনার দায়িত্ব দিল ফেডারেশন। সোমবার ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্ধারিত রিকোয়েস্ট ফর কোটেশন (RFQ) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এআইএফএফ-এর তিন সদস্যবিশিষ্ট বিড ইভ্যালুয়েশন কমিটি (BEC)বিস্তারিত যাচাই-বাছাই করে কেপিএমজিকে এই দায়িত্বে মনোনীত করে। এই কমিটির নেতৃত্বে ছিলেন দেশের প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি নাগেশ্বর রাও। তাঁর সঙ্গে ছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেই এবং স্বাধীন সদস্য কেশভারান মুরুগাসু।

এআইএফএফ-এর RFQ নথি অনুযায়ী, বাণিজ্যিক অধিকার বিক্রয়ের প্রক্রিয়াটি পরিচালনার জন্য বিডারদের কিছু কঠোর যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হয়েছিল। এর মধ্যে ছিল গত পাঁচ আর্থিক বছরে ন্যূনতম ১০০ কোটি টাকার বার্ষিক গড় টার্নওভার এবং অন্তত পাঁচটি প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা। এছাড়াও বিডার সংস্থার অন্তত পাঁচ বছরের কার্যক্রমের ইতিহাস থাকতে হবে এবং খেলাধুলা সংক্রান্ত লিগ বা ফেডারেশনের জন্য বাণিজ্যিক অধিকার সংক্রান্ত প্রক্রিয়া পরিচালনার অভিজ্ঞতা থাকা আবশ্যক।

RFQ তে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, কোনো সংস্থা যদি কেন্দ্র বা রাজ্য সরকার, কিংবা জাতীয় ও আন্তর্জাতিক কোনো ক্রীড়া ফেডারেশন কর্তৃক কালো তালিকাভুক্ত থাকে, তবে তাদের বিড কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না।

এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ফুটবলের বাণিজ্যিক দিকটি আরও পেশাদারী রূপ পাবে বলে আশা করা হচ্ছে। কেপিএমজি ইন্ডিয়ার মতো অভিজ্ঞ সংস্থার হাত ধরে এআইএফএফ তার বাণিজ্যিক অধিকার থেকে আয়ের নতুন দিক উন্মোচন করতে পারবে। বিশেষজ্ঞদের মতে, এটি ভারতীয় ফুটবলের আর্থিক উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায় পৌঁছনোর পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ফেডারেশনের কর্মকর্তারা মনে করছেন, এই পদক্ষেপ স্পনসরশিপ এবং বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করবে। এআইএফএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ এবং ন্যায্যভাবে পরিচালনা করা হবে, যাতে দেশের ফুটবল প্রশাসন এবং অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen