কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো ঘুরে দেখুন দৃষ্টিভঙ্গির সঙ্গে
কৃষ্ণনগরে রাজবাড়ির পুজো ছাড়াও আরও অনেক জগদ্ধাত্রী পুজো হয়। তার মধ্যে অন্যতম ‘বুড়িমার পুজো’।
November 10, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জগদ্ধাত্রী পুজো বললেই এসে পড়ে কৃষ্ণনগরের নাম। ২৫০ বছর পেরিয়ে আজও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য বহন করে চলেছে। জনশ্রুতি অনুযায়ী, স্বপ্নাদেশ পেয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজো শুরু করেন। তারপরই তা ছড়িয়ে পড়ে বাংলাজুড়ে। কৃষ্ণনগরে রাজবাড়ির পুজো ছাড়াও আরও অনেক জগদ্ধাত্রী পুজো হয়। তার মধ্যে অন্যতম ‘বুড়িমার পুজো’। এই পুজো শুরু হয়েছিল ১৭৭২ সালে, যা আজ চাষাপাড়া বারোয়ারি পুজো নামে পরিচিত।