কুলদীপের ঘূর্ণিতে চাপে প্রোটিয়ারা, গুয়াহাটিতে প্রথম দিনে ভারতের দারুণ প্রত্যাবর্তন

November 22, 2025 | < 1 min read
Published by: Raj
Photo: Surjeet Yadav / CREIMAS for BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৩২: গুয়াহাটির দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দারুণ লড়াইয়ে ম্যাচে ফিরেছে ভারত। দক্ষিণ আফ্রিকা দিনের শেষে স্কোরবোর্ডে ২৪৭/৬—এ দাঁড়ালেও শেষ সেশনে ভারতের স্পিন-তান্ডবেই চাপে পড়ে প্রোটিয়ারা। আজকের দিনের নায়ক কুলদীপ যাদব (৩/৪৮) ঘূর্ণিতে গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নেন। এর আগে শেষ সেশনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে মিড-অফে যশস্বী জয়সওয়ালের হাতে মেরে বসেন রবীন্দ্র জাদেজার বল।

তারপরই কুলদীপের দুই ধারালো আঘাতে আউট হন ট্রিস্টান স্টাবস (৪৯) ও উইয়ান মুল্ডার (১৩)। ফলে গতি হারায় প্রোটিয়া ইনিংস। যদিও সেঞ্চুরান মুথুসামি ২৫ রানে অপরাজিত থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে যাচ্ছেন। সঙ্গ দিচ্ছেন নতুন ব্যাটার কাইল ভেরেইনে।

মহম্মদ সিরাজও জর্জি (২৮)-কে আউট করেন। প্রথম দিনের শেষে ম্যাচ তাই উত্তেজনার দড়ি টানাটানিতে দাঁড়িয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen