সরস্বতী প্রতিমা গড়ে লক্ষ্মীলাভের আশা, ব্যস্ততা বেড়েছে কুমোরটুলির শিল্পীদের

সামনেই সরস্বতী পুজো। হাতে মাত্র আর দুদিন।

January 24, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

সামনেই সরস্বতী পুজো। হাতে মাত্র আর দুদিন। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। মাঘ মাসের পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর আরাধনা। তার আগে কুমোরটুলির শিল্পীদের হাতের ছোঁয়ায় জেগে ওঠে দেবী সরস্বতী।

এবারে আর নেই কোভিডের চোখরাঙানি। আছে কেবল বসন্তের আগমনী বার্তা। করোনার দুঃসময় পার করে বাগদেবীর আরাধনায় মাতবে গোটা বাংলা। এই মুহূর্তে পটুয়াপাড়ার শিল্পীরা চরম ব্যস্ত সরস্বতীর প্রতিমা গড়তে।

গতবারের তুলনায় এবারে অনেক বেড়েছে পুজোর সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে প্রতিমার চাহিদাও। বিদ্যালয়, কোচিং সেন্টার বা পাড়ার ক্লাবগুলোতে সাড়ম্বরে পালিত হবে সরস্বতী পুজো। তাই লক্ষ্মীলাভের আশায় জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ। এই দুদিনেই যতটা সম্ভব বেশী সংখ্যায় সরস্বতী প্রতিমা বানাতে ব্যস্ত কুমোরটুলির কারিগররা।

এবারে পটুয়াপাড়ায় প্রতিমার বরাত বৃদ্ধিতে হাসি ফুটেছে মাটির শিল্পী-কারিগরদের মুখে। অগ্নিমূল্য দিয়ে কাঁচামাল কিনে প্রতিমা গড়তে হলেও লাভের আশায় দিন গুনছেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen