করোনায় আক্রান্ত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, ভর্তি হাসপাতালে

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই কুণালের গলা ব্যথা বেড়ে গিয়েছিল। মাথায় ও ঘাড়ে অসহ্য যন্ত্রণা অনুভব করায় সঙ্গে সঙ্গেই চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসকই তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

January 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা (Coronavirus) আক্রান্ত তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রয়েছেন হোম আইসোলেশনে। এদিকে সোমবার থেকে আইসোলেশনে রয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। জানিয়েছেন, তাঁর পরিবারের সদস্য এবং এক কর্মী করোনা আক্রান্ত।

সোমবার সন্ধেয় টুইট করে সংক্রমণের খবর দেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। টুইটারে লেখেন, “করোনা আক্রান্ত। আইসোলেশনে আছি। চিকিৎসকেদের সঙ্গে কথা বলছি। একাধিক উপসর্গ রয়েছে।” তিনি আরও জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হবেন। কোভিড ভ্যাকসিনের (COVID-19 Vaccine) দু’টি ডোজ নেওয়ার পরও তিনি সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা।

রাত ৯টা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই কুণালের গলা ব্যথা বেড়ে গিয়েছিল। মাথায় ও ঘাড়ে অসহ্য যন্ত্রণা অনুভব করায় সঙ্গে সঙ্গেই চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসকই তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

ইতিপূর্বে একইদিন তৃণমূলের দুই সাংসদ করোনা আক্রান্ত হয়েছিলেন। ডেরেক ও’ব্রায়েন এবং লুইজিনহো ফ্যালেইরো সংক্রমিত হন। আবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ কলকাতার একাধিক কাউন্সিলর, বরো চেয়ারম্যান করোনা আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল কুণাল ঘোষের নাম-ও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen