আগে নিজের বাবাকে দলত্যাগী আইন সেখান, শুভেন্দুকে কটাক্ষ কুণালের

শুক্রবারই দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। এখনো বিধায়কপদে ইস্তফা দেননি তিনি।

June 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগে নিজের বাবাকে দলত্যাগবিরোধী আইন বোঝান। শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জের এভাবেই জাবাব দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার শুভেন্দু বলেন, ‘রাজ্য বিধানসভায় কী ভাবে দলত্যাগবিরোধী আইন কার্যকর করতে হয় বিরোধী দলনেতা হিসাবে সেই দায়িত্ব আমার।’

এদিন কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দুবাবু দলত্যাগবিরোধী আইন নিয়ে বড় বড় কথা বলছেন। উনি আগে আইনটা নিজের বাড়িতে ওনার বাবাকে বোঝান। ওনার বাবা একটি দলের সাংসদ হয়ে অন্য দলে যোগদান করে বসে রয়েছেন। পদত্যাগ না করেই। জ্ঞানটা ওনার বাবাকে আগে দিন।’

শনিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক সভায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘স্পিকার হাতে থাকলে দলত্যাগবিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি। আমি বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলছি, আমি পদ্ধতি দেখাবো। দু’মাস – তিন মাস লাগতে পারে, আমি দলত্যাগবিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাবো। দলত্যাগবিরোধী আইন মেনেই দলবদল করতে হবে।’

শুক্রবারই দলবদল করে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। এখনো বিধায়কপদে ইস্তফা দেননি তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen