রাজভবনের পিসরুম থেকেই ভোটের বাংলায় নজর, তৃণমূল বিরোধী প্রচারের মঞ্চ চালাচ্ছেন রাজ্যপাল, বললেন কুণাল

শেষ পাওয়া খবর অনুযায়ী, সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকে।

April 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
সিভি আনন্দ বোস ও কুণাল ঘোষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজভবনের পিসরুম থেকেই ভোটের বাংলায় নজর রাখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। জানা যাচ্ছে, সকাল থেকেই একের পর এক যে সব অভিযোগ আসছে, তিনি তা পাঠাচ্ছেন নির্বাচন কমিশনে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকে। রাজ্যপাল অবশ্য জানিয়েছেন, সুষ্ঠ নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখপাত্র কুনাল ঘোষ সমাজমাধ্যমে জানিয়েছেন, “ভোট চলাকালীন ‘পিস রুম’-এর নামে @AITCofficial বিরোধী প্রচারের মঞ্চ চালাচ্ছেন রাজ্যপাল। তিনি নির্বাচন কমিশনের কেউ নন। ভোটের দিন এমনভাবে দিল্লি নিযুক্ত পদাধিকারীর প্রচার রীতিনীতি বহির্ভূত। আইনশৃঙ্খলা এখন কমিশনের দায়িত্বে। সেখানে রাজভবনের কোনো ভূমিকা নেই। রাজ্যপাল পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি ভোট আসনগুলিতে সফর বাতিল করতে বাধ্য হয়েছেন @AITCofficial
র প্রতিবাদে। তাই রাজভবনকেই অপব্যবহার করছেন ভোট চলাকালীন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen