ফের হাইওয়েতে চলন্ত বাসে দাউদাউ করে জ্বলল আগুন! এবার রাঁচিতে, সরব সোনু সুদ

October 25, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:২৫: ফের বাসে আগুন। শনিবার সন্ধ্যায় রাঁচি-লোহারডাগা হাইওয়েতে একটি চলন্ত বাসে আগুন লাগে। বাসটি রাজ্য রাজধানী রাঁচি থেকে চাতরা যাচ্ছিল। মান্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কর্মালি পিটিআইকে জানান, “বাসে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। মান্দার বাজারের কাছে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়।” পুলিশ জানিয়েছে, কোনও যাত্রী আহত হননি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

মনোজ কর্মালি জানান, “সৌভাগ্যবশত, চালক সময়মতো বাসটি থামিয়ে দেন এবং সমস্ত যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।” দমকল আসার আগেই স্থানীয় দোকানদাররা আগুন নিভিয়ে ফেলেন। পুলিশ নিশ্চিত করেছে যে, কোনও যাত্রী আহত হননি বা মালপত্রের বড় ধরনের ক্ষতি হয়নি।
প্রাথমিক অনুমান, ব্যাটারি বক্সের কাছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং বাসের ভেতরে রাখা কিছু রাসায়নিক দ্রব্যের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, আগুন লাগা বাসটিকে আপাতত থানা চত্বরে রাখা হয়েছে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এর ঠিক একদিন আগেই শুক্রবার অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় একটি বেসরকারি বাসে আগুন লেগে ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছিল, যখন বাসটি একটি দুই চাকার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছিল। তার কয়েকদিন আগেই রাজস্থানে হাইওয়েতে বেসরকারি বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ২০ জন যাত্রীর।

এবার এই সব দুর্ঘটনায় কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করিকে প্রশ্নবাণ অভিনেতা সোনু সুদের। নিজের এক্স হ্যান্ডলে অভিনেতা একটি পোস্ট করেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের কাছে প্রশ্ন ছোড়েন সোনু। তাঁর পোস্টে লেখেন, ‘প্রতিটি লাক্সারি বাসে আপতকালীন দরজা থাকা আবশ্যক হওয়া উচিত। আর তা আইন বলবৎ করেই করা উচিত। এই বিষয়ে সকারের পদক্ষেপ একান্ত কাম্য। একইসঙ্গে চালকের তরফে সুরক্ষা সংক্রান্ত সমস্ত নথি সরকারের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক করাও প্রয়োজন। যাত্রীদের সুরক্ষার সঙ্গে কোন আপোস করা কবে শেষ হবে? এই বিষয়ে সরকারের তরফে আলোকপাত করা হোক যত তাড়াতাড়ি সম্ভব এটাই চাই।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen