শাহবাজের বোলিং ঘূর্ণিতে বেলাইন রেল, অনুষ্টুপদের দাপটে গ্রুপ ‘ সি ‘-র শীর্ষে বাংলা

November 11, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৭: সুরতের মাঠে যেন আগেই লেখা ছিল ম্যাচের ফলাফল। মঙ্গলবার সকালে মাত্র এক ঘণ্টার মধ্যেই ইনিংস ও ১১৯ রানের বিশাল ব্যবধানে রেলওয়েজ়কে হারিয়ে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ সি-র শীর্ষে উঠে এল বাংলা।

দিনের শুরুতেই রেলওয়েজ়ের হাতে ছিল মাত্র পাঁচটি উইকেট। ৫ উইকেটে ৯০ রানে তারা খেলতে নামে। শেষ ভরসা ছিল ভার্গব মেরাই ও উপেন্দ্র যাদবের কাঁধে, যাঁরা প্রথম ইনিংসে দলের হয়ে লড়াই দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার শাহবাজ আহমেদের বোলিং ঘূর্ণিতে ধ্বংস হয়ে গেল রেলের ব্যাটিং বিভাগ। একে একে পড়ল উইকেটের মিছিল। মেরাই ২৬ ও উপেন্দ্র ২১ রানে আউট হওয়ার পর রেলওয়েজের হার শুধু সময়ের অপেক্ষা ছিল।

শাহবাজ দ্বিতীয় ইনিংসে ২২.৫ ওভার বল করে ৫৬ রান দিয়ে তুলে নিলেন ৭টি উইকেট তাঁর ঘূর্ণিতে দিশেহারা প্রতিপক্ষ ব্যাটাররা। প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ১টি উইকেট, অর্থাৎ ম্যাচে মোট ৮টি। রেলওয়েজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল মাত্র ১৩২ রানে।

এর আগে বাংলার ব্যাটিং ঝলকে ভর করে অনুষ্টুপ মজুমদার (১৩৬) ও সুমন্ত গুপ্ত (১২০)-র দুর্দান্ত ইনিংসে দল তুলেছিল ৪৭৪ রান। রেলের পক্ষে প্রথম ইনিংসে মেরাই ৯১ ও উপেন্দ্র ৭০ রানে লড়াই দিলেও সুরজ সিন্ধু জয়সওয়ালের ৪ উইকেটেই ফলো অনে পড়তে হয় তাদের।

এই জয়ের সুবাদে ৭ গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ হল বাংলার ঝুলিতে। ৪ ম্যাচে তাদের সংগ্রহ এখন ২০ পয়েন্ট— এলিট গ্রুপ সি-তে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা (১৮), তৃতীয় উত্তরাখণ্ড (১৬)। বাংলার এই জয় শুধু এক ম্যাচ নয়, রঞ্জি অভিযানে নতুন আত্মবিশ্বাসের সুর ছুঁয়ে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen