La Liga: জয় দিয়ে সূচনা রিয়াল মাদ্রিদের, এমবাপ্পের এক মাত্র গোলে দুরন্ত শুরু

নতুন কোচ জাবি আলোনসোর অধীনে সান্তিয়াগো বার্নাবেউ-তে প্রথম ম্যাচেই জয় পেল ইউরোপের সবচেয়ে সফল ক্লাব।

August 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৬: লা-লিগার ২০২৫-২৬ মরশুমের যাত্রা শুরু করলো রিয়াল মাদ্রিদ(Real Mardrid)। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে সান্তিয়াগো বার্নাবেউ-তে প্রথম ম্যাচেই জয় পেল ইউরোপের সবচেয়ে সফল ক্লাব। মঙ্গলবার রাতে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের(Kylian Mbappe) একমাত্র গোলে ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুললো রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ওসাসুনার ডিফেন্ডার হুয়ান ক্রুজের একটা বাজে চ্যালেঞ্জে ফাউল পান এমবাপ্পে। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন গত মরশুমের ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ী এই ফরোয়ার্ড। এর ফলে লা লিগায় টানা ১৭তম মরশুমের প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল রিয়াল।

রিয়ালের নতুন কোচ আলোনসোর অধীনে প্রথম ম্যাচেই বেশ কিছু নতুন মুখের অভিষেক হয়। ইংল্যান্ডের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড লিভারপুল ছেড়ে এসে প্রথমবারের মতো লা-লিগায় নামেন। এছাড়া ডিন হুইসেন ও আলভারো কারেরাসও প্রথম একাদশে সুযোগ পান। তবে এই ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন জুড বেলিংহাম, যিনি অক্টোবরের আগে ফিরবেন না।

খেলার প্রথমার্ধে মাদ্রিদের আক্রমণে ধার কম দেখা যায়। ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে এমবাপ্পে একবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। দূর থেকে হুইসেন ও এদের মিলিতাও শট নেন, তবে সেগুলো রুখে দেন ওসাসুনা গোলকিপার সের্জিও হেরেরা।

তবে দ্বিতীয়ার্ধে এমবাপ্পের পেনাল্টি থেকে করা গোলে খেলার মোড় ঘুরে যায়। মরশুমের প্রথম ম্যাচেই গোলের খাতা খুলে ফেলেন লা লিগার গত বছরের সর্বোচ্চ গোলদাতা। ম্যাচের শেষদিকে ১৮ বছরের আর্জেন্টাইন প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোরও অভিষেক হয়। তিনিও একবার গোলের চেষ্টা করেছিলেন, কিন্তু হেরেরার দারুণ সেভে করেন।

কার্লো আন্সেলোত্তি যুগের হতাশাজনক সমাপ্তির পর নতুন কোচ জাবি আলোনসো রিয়াল মাদ্রিদে যে নতুন অধ্যায় শুরু করলেন জয় দিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen