লাল সিং চাড্ডার ট্রেলার এল প্রকাশ্যে, খুঁত বের করলেন নেটনাগরিকরা

ইতিমধ্যেই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। ১৯৯৪ সালের হলিউড ফিল্ম ‘ফরেস্ট গাম্পের’ অফিসিয়াল হিন্দি রিমেক আমির খানের এই ছবি। পরিচালক অদ্বৈত চন্দন।

May 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
‘লাল সিং চাড্ডা’-র পোস্টারে আমির খান। ছবি সৌজন্যে – টুইটার

অবশেষে মুক্তি পেল বহুপ্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডার’ ট্রেলার। আইপিএল ফাইনালের স্ট্রাটেজিক টাইম আউটের সময় প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। করোনার কাঁটা পেরিয়ে ছবি মুক্তি আসন্ন। ইতিমধ্যেই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। ১৯৯৪ সালের হলিউড ফিল্ম ‘ফরেস্ট গাম্পের’ অফিসিয়াল হিন্দি রিমেক আমির খানের এই ছবি। পরিচালক অদ্বৈত চন্দন।

চলতি বছর ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে লাল সিং চাড্ডা। ​আমির ভক্তদের সাফ কথা ঠগস অফ হিন্দোস্তান খামতি পূরণ করবে লাল সিং চাড্ডা! যদিও উলোট পূরাণও রয়েছে কিছু। নেটপাড়ার বাসিন্দারা কেউ কেউ তো একগুচ্ছ ত্রুটিও খুঁজে বের করেছেন ট্রেলার থেকে।

এক নেটিজেন লিখছেন, ছবির ট্রেলারে চোখে পড়ছে ছবিতে আবেগের অভাব রয়েছে।

আরেকজন নেটনাগরিকের কথায় এই ছবিতে আমিরের সংলাপ আমিরের যারা মিমিক্রি করেন তাদের থেকেও নিম্নমানের।

আরেকজন স্পষ্ট লিখেছেন, লাল সিং চাড্ডার ট্রেলার তাকে একটুও উত্তেজিত করতে পারেনি। তিনি এও জানান ছবিতে আমিরের লুক তার পছন্দ হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen