লখিমপুর কান্ডে মন্ত্রীর ছেলের জামিন বাতিল হয়নি কেন?‌ যোগী সরকারকে ধমক শীর্ষ আদালতের

বিশেষ তদন্তকারী দল (‌সিট)‌ সুপারিশ করেছিল।

March 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিশেষ তদন্তকারী দল (‌সিট)‌ সুপারিশ করেছিল।

তবু এখন বাতিল হয়নি কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের জামিন। কেন?‌ এবার সেই প্রশ্নই তুলল সুপ্রিম কোর্ট। লখিমপুর খেরিতে কৃষক খুনের মামলা প্রসঙ্গে যোগীর রাজ্যের প্রশাসনকে রীতিমতো ধমক দিল শীর্ষ আদালত।


বুধবার লখিমপুর খেরি মামলা শুনছিল সুপ্রিম কোর্ট। তখনই উত্তরপ্রদেশ সরকারের হয়ে সওয়াল করা আইনজীবীকে প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, ‘‌তদন্তকারী দলের পর্যবেক্ষক বিচারক সুপারিশ করে রিপোর্ট দিয়েছেন। তাতে বলেছেন, যে আশিস মিশ্রর জামির বাতিল করা হোক। এই নিয়ে আবেদনও করতে বলেছেন। এখনও কেন তা মানা হল না?‌’‌ 

গত বছরের ৩ অক্টোবর লখিমপুর খেরিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। তাদের ধাক্কা দিয়ে এসইউভি গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। ভিডিও ফুটেজে তা স্পষ্ট দেখা যায়। ওই ঘটনায় মারা যান চার কৃষক সহ আট জন। মৃতদের মধ্যে এক জন সাংবাদিকও ছিলেন। এর পরেই আশিস মিশ্রর গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখান কৃষক থেকে বিরোধী নেতারা। 

৯ অক্টোবর গ্রেপ্তার হন আশিস। গত ফেব্রুয়ারিতে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ তাঁকে জামিন দেয়। ৩ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে। সেই জামিন বাতিলের দাবিতেই মামলা চলছে। মামলাকারীর আইনজীবী দুষ্মন্ত দাভে বলেন, অভিযুক্ত আশিস মিশ্রের বাবা অজয় মিশ্র খুবই প্রভাবশালী। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen