Paris Olympics: অব্যর্থ লক্ষ্য, ব্যাডমিন্টন সিঙ্গলসের কোয়ার্টারে পৌঁছে গেলেন লক্ষ্য সেন

অলিম্পিক্সে এইচএস প্রণয়ের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে ভারতের পদকের আশা বজায় রাখলেন লক্ষ্য সেন

August 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কোয়ার্টারে পৌঁছে গেলেন লক্ষ্য সেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অলিম্পিক্সে এইচএস প্রণয়ের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে ভারতের পদকের আশা বজায় রাখলেন লক্ষ্য সেন। এদিন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিনি।

প্রণয়ের বিরুদ্ধে ৫-৩ করে ফেললেন লক্ষ্য। প্রি কোয়ার্টারে আজ প্রথম গেম জিতে নেন ২১-১২ ব্যবধানে, ২১ মিনিট সময় লাগে। দ্বিতীয় গেম জিতলেন ২১-৬-এ, সময় নিলেন ১৮ মিনিট। লক্ষ্য গ্রুপ এল-এর ম্যাচে গুয়াতেমালার কেভিড কর্ডনকে হারিয়েছিলেন ২১-৮, ২২-২০-তে। তবে কর্ডন পরে সরে দাঁড়ানোয় এই ম্যাচে জয়ের পয়েন্ট কাটা যায় লক্ষ্যর। আগামীকাল সেমিফাইনালে উঠতে লক্ষ্যকে মুখোমুখি হতে হবে চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen