Hong Kong Open-র সেমিফাইনালে লক্ষ্য সেন, থেমে গেল আয়ূষের স্বপ্নের দৌড়

September 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.২০: হংকং ওপেন ২০২৫-এ ভারতীয় ব্যাডমিন্টনের উজ্জ্বল দিন। একদিকে অভিজ্ঞ লক্ষ্য সেন ফিরে পেলেন হারানো ছন্দ, অন্যদিকে তরুণ আয়ূষ শেঠির থেমে গেল দুর্দান্ত অভিযান।

আলমোড়া-প্রবাসী লক্ষ্য সেন, যিনি প্যারিস অলিম্পিক্সে পদকের দোরগোড়ায় পৌঁছেও সাফল্য পাননি, এবার হংকংয়ে নিজের ফর্ম ফিরে পেয়ে পৌঁছে গেলেন সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন ভারতেরই ২০ বছর বয়সী প্রতিভাবান শাটলার আয়ূষ শেঠিকে। ম্যাচটি ছিল এক ঘণ্টা ছয় মিনিটের টানটান লড়াই, যেখানে লক্ষ্য জয় পান ২১-১৬, ১৭-২১, ২১-১৩ ব্যবধানে।

আয়ূষ শেঠি এই টুর্নামেন্টে চমক দেখিয়ে বিশ্ব সাত নম্বর জাপানি খেলোয়াড় কোদাই নারাওকাকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছেছিলেন। যদিও লক্ষ্য সেনের অভিজ্ঞতা ও কৌশলের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় তাঁকে। ম্যাচে লক্ষ্যর ডিফেন্স ও নেট কন্ট্রোল ছিল নজরকাড়া।

উল্লেখ্য, পুরুষ ডাবলসে ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি মালয়েশিয়ার আরিফ জুনাইদি ও রয় কিং ইয়াপকে ২১-১৪, ২০-২২, ২১-১৬ গেমে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। ম্যাচটি ছিল ৬৪ মিনিটের লড়াই, যেখানে ভারতীয় জুটি তাদের অভিজ্ঞতা ও সমন্বয়ের জোরে জয় ছিনিয়ে নেয়।

এই জুটি সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে এবং হংকং ওপেনে এটি তাদের ষষ্ঠ সেমিফাইনাল প্রবেশ এই বছর। তারা এবার ফাইনালে ওঠার লক্ষ্যে চাইনিজ তাইপের চেন চেং কুয়ান ও লিন বিং-ওয়ের মুখোমুখি হবেন।

সেমিফাইনালে লক্ষ্য সেনের প্রতিপক্ষ হবেন চৌ তিয়েন চেন ও আলভি ফারহানের মধ্যে জয়ী খেলোয়াড়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen