পুলিশের তৎপরতায় অক্সিজেন সঙ্কট কাটল গড়িয়ার রেমেডি হাসপাতালে

দ্রুত অক্সিজেনের ব্যবস্থা হয়ে যাওয়ায় করোনা রোগীদের প্রাণ বাঁচানো সম্ভব হবে বলেই মনে করছেন চিকিৎসকরা।

May 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

হাসপাতালে ৮০ জন করোনা রোগী, হাতে নামমাত্র অক্সিজেন! গড়িয়ার রেমেডি হাসপাতালে তীব্র অক্সিজেনের (Oxygen) সঙ্কট। হাসপাতালের চিকিৎসকরা জানান, ‘হাতে যতটা অক্সিজেন, তাতে চলবে আর মাত্র আড়াই ঘণ্টা’। রোগীদের নিয়ে তীব্র সঙ্কট তৈরি হয়েছিল গড়িয়ার রেমেডি হাসপাতাল (Remedy Hospital)। দ্রুত কোনও ব্যবস্থা না করা গেলে কীভাবে রোগীদের প্রাণ বাঁচানো যাবে, তা নিয়ে তীব্র সংশয়ে ছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

সামাজিক মাধ্যমে এই খবর প্রচার হওয়ার পরই দ্রুত বিভিন্ন মহল থেকে তৎপরতা শুরু হয়। লালবাজার থেকে আপদকালীন পরিস্থিতিতে এসে পৌঁছয় একাধিক অক্সিজেন সিলিন্ডার। একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে আসে। যার পরই হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে, এই যাত্রায় হয়তো সংকটের মেঘ কাটল। দ্রুত অক্সিজেনের ব্যবস্থা হয়ে যাওয়ায় করোনা রোগীদের প্রাণ বাঁচানো সম্ভব হবে বলেই মনে করছেন চিকিৎসকরা।

করোনার ভয়ানক সঙ্কটকালে এই মুহূর্তে দেশের নানা প্রান্তে অক্সিজেনের অভাব। স্রেফ অক্সিজেনের অভাবে প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে বহু প্রাণ। এহেন অবস্থায় কলকাতা পুলিশের তৎপরতা কুর্ণিশযোগ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen