‘চোরে চোরে মাসতুতো ভাই’! লন্ডনে ‘বন্ধু’ বিজয় মালিয়ার জন্মদিন উপলক্ষে পার্টি ললিত মোদীর,

December 18, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫৫:  সুদূর লন্ডনের মাটিতে ‘চোরে চোরে মাসতুতো ভাই’ প্রবাদই আক্ষরিক অর্থে সত্যি হলো। ভারতীয় ব্যাঙ্কগুলির হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপি বিজয় মালিয়ার ৭০তম জন্মদিন উপলক্ষে এক এলাহি পার্টির আয়োজন করলেন আরেক পলাতক ও বিতর্কিত ব্যবসায়ী ললিত মোদী (Lalit Modi)। একই ফ্রেমে দুই ‘ফেরারি’র হাসিমুখের ছবি প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, চিত্রগ্রাহক জিম রাইডেল তাঁর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এই পার্টির একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে ললিত মোদী ও বিজয় মালিয়াকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে। ক্যাপশনে জিম লিখেছেন, “বিজয় মালিয়ার ৭০তম জন্মদিনের প্রাক্কালে ললিত মোদী নিজের বাড়িতে এক অসাধারণ পার্টির আয়োজন করেছিলেন। এর জন্য তাঁকে ধন্যবাদ।” অন্যদিকে, জিম রাইডেলের সেই পোস্টের জবাবে ললিত মোদীও পার্টির কথা স্বীকার করেছেন। তিনি রিটুইট করে লেখেন, “বন্ধু বিজয়ের জন্মদিনের আগে আমি আমার বাড়িতে এই পার্টির আয়োজন করেছিলাম। যাঁরা যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ।”

তবে এই প্রথম নয়, মাস কয়েক আগেও লন্ডনে দুই ঋণখেলাপিকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেবারও একটি ‘সামার পার্টি’ বা গ্রীষ্মকালীন পার্টির আয়োজক ছিলেন আইপিএল-এর প্রাক্তন এই বিতর্কিত চেয়ারম্যান। সেই পার্টির ভিডিও ললিত মোদী নিজেই শেয়ার করেছিলেন, যেখানে দুজনকে একে অপরের কাঁধে হাত রেখে গলা মিলিয়ে গান গাইতে দেখা গিয়েছিল। বারংবার তাঁদের এই সখ্যতা জনমানসে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

উল্লেখ্য, বিজয় মালিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাঙ্কগুলি থেকে ৯ হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়ে তা না মেটানোর অভিযোগ রয়েছে। একাধিক ব্যাঙ্কের সঙ্গে প্রতারণার দায়ে তিনি অভিযুক্ত। অন্যদিকে, আইপিএল সংক্রান্ত আর্থিক তছরুপ ও হাজার হাজার কোটির দেনার দায়ে অভিযুক্ত ললিত মোদীও আইনি জটিলতা এড়াতে দেশ ছেড়েছেন। ভারতের ইডি (ED) ও সিবিআই (CBI)-এর মতো তদন্তকারী সংস্থাগুলি যখন তাঁদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে মরিয়া, তখন ব্রিটেনে তাঁরা বহাল তবিয়তে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen