লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে লড়বে তৃণমূল, ভাদোহি কেন্দ্রে প্রার্থী ঘোষণা জোড়াফুলের

মেঘালয়, অসমের পর এবার উত্তরপ্রদেশেও প্রার্থী ঘোষণা করল তৃণমূল।

March 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মেঘালয়, অসমের পর এবার উত্তরপ্রদেশেও প্রার্থী ঘোষণা করল তৃণমূল। ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন সমাজবাদী পার্টির সঙ্গে কথা চলছে। একটি আসনে লড়বে তৃণমূল। কার্যত সেই কথা সত্যি হল। উত্তরপ্রদেশে তৃণমূলকে একটি আসন ছাড়ল সমাজবাদী পার্টি৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ভাদোহি আসনে লড়বে তৃণমূল৷ আজই সে’রাজ্যে বিরোধীদের আসন সমঝোতার অংক প্রকাশ্যে আসে। তারপরই তৃণমূল তরফে সমাজ মাধ্যমে জানানো হয় দলীয় প্রার্থীর নাম। ভাদোহি কেন্দ্রে ঘাসফুলের প্রার্থী হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর নাতি ললিতেশপতি ত্রিপাঠী। উল্লেখ্য, ব্রিগেডে জনগর্জন সভায় হাজির ছিলেন ললিতেশপতি ত্রিপাঠী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen