বদলে গেল চন্দ্রযান ৩-এর অবতরণের সময়, নয়া ল্যান্ডিং টাইম জানেন?

ইসরো জানিয়েছে, ল্যান্ডারের স্বাস্থ্য ভালই রয়েছে।

August 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বদলে গেল চন্দ্রযান ৩-এর অবতরণের সময়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চন্দ্রযান ৩-এর চাঁদে অবতরণের সময় পাল্টে গেল। দিন একই থাকলেও, বিলম্বিত হচ্ছে সময়। রবিবার, এক্স হ্যান্ডেলে (টুইটার) ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ চাঁদে অবতরণের জন্য প্রস্তুত। আগামী ২৩ আগস্ট, বুধবার সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রাখবে ল্যান্ডার বিক্রম।

২৩ আগস্ট ল্যান্ডিং হলেও, পৌনে ৬টা নয়, ল্যান্ডার বিক্রম সন্ধ্যে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদে নামবে। শনিবার মধ্যরাতে চাঁদের কক্ষপথে শেষ ল্যাপে দ্বিতীয় ডি বুস্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় চন্দ্রযান ৩-এর। কয়েক মুহূর্ত মাত্র। শনিবার মধ্যরাতে ইসরো জানিয়েছিল ২৩ অগাস্ট পৌনে ৬টায় চাঁদে নামবে চন্দ্রযান-৩। আজ, রবিবার ফের বদলে গেল সময়।

ইসরো জানিয়েছে, ল্যান্ডারের স্বাস্থ্য ভালই রয়েছে। চাঁদের কাছাকাছি পৌঁছে যাওয়ায়, ল্যান্ডার বিক্রমের গতি অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। অবতরণের পরই ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। সেটিই চাঁদের দক্ষিণমেরুতে পরীক্ষা চালাবে। চাঁদের দক্ষিণ মেরুতে একাধিক বড় গর্ত রয়েছে, সেখানেই সফট ল্যান্ডিং হবে ল্যান্ডারের। চন্দ্রযানের সফল অবতরণের জন্য সূর্যের আলোর প্রয়োজন। সূর্যের আলো পাওয়ার পরই সফট ল্যান্ড করবে ল্যান্ডার বিক্রম।

অন্যদিকে, রবিবার দুপুরেই চাঁদে আছাড় খেয়ে ভেঙে পড়েছে রাশিয়ার ল্যান্ডার লুনা-২৫। শনিবার রাতেই লুনা ২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আজ খবর পাওয়া গিয়েছে সেটি চাঁদে ভেঙে পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen