প্রতীক্ষার অবসান! টন টন বড় সাইজের ইলিশ ধরা পড়েছে এ রাজ্যের জেলেদের জালে

ভোজন রসিক বাঙালি চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছে কবে নতুন ইলিশ বাজারে আসবে। এবার সেই প্রতীক্ষার অবসান।

July 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ইলিশ ধরা পড়েছে এ রাজ্যের জেলেদের জালে, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আষাঢ় মাস অর্ধেক পার হয়ে গেলেও বাজারে নতুন ইলিশের দেখা নেই। ভোজন রসিক বাঙালি চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছে কবে নতুন ইলিশ বাজারে আসবে। এবার সেই প্রতীক্ষার অবসান।

টন টন বড় সাইজের ইলিশ ধরা পড়েছে এরাজ্যের জেলেদের জালে। কাকদ্বীপ, নামখানা, বকখালি, পাথরপ্রতিমা থেকে ৫০০ টনেরও বেশি ইলিশ নিয়ে এসেছেন মৎস্যজীবীরা। ডায়মন্ডহারবারের আড়তে আসতে শুরু করেছে ট্রলার ভর্তি ইলিশ। এক কেজি এবং তার বেশি ওজনের ইলিশ পেয়েছেন মৎস্যজীবীরা।

ডায়মন্ডহারবারের বাজারে ইলিশ আসছে টন টন। সেখান থেকে এবার তা পৌঁছে যাবে কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন মাছের বাজারে। আশা করা যাচ্ছে এ সপ্তাহের শেষে বাজার থেকে ইলিশ কিনে ঘরে ফিরতে পারবে খাদ্যরসিক বাঙালি। দামও অনেকটাই কমতে পারে বলে মনে করছে মৎস্যব্যবসায়ীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen