দীঘার জগন্নাথধামের পর এবার শিলিগুড়িতে ‘সবচেয়ে বড় মহাকাল’-র মন্দির গড়বেন মমতা

October 16, 2025 | < 1 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৬: দীঘার জগন্নাথধামের পর এবার শিলিগুড়িতে তৈরি হতে চলেছে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির। বৃহস্পতিবার দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিয়ে এই নতুন প্রকল্পের ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মতে, এই মন্দির পাহাড়ে পর্যটনের নতুন দিগন্ত খুলবে।

মুখ্যমন্ত্রী জানান, শিলিগুড়িতে জেলা প্রশাসনকে জমি খুঁজে দেখতে বলা হয়েছে। সেখানে একটি আধুনিক কনভেনশন সেন্টার তৈরি হবে এবং তার পাশেই গড়ে উঠবে মহাকাল মন্দির।

মমতা বলেন, “শিলিগুড়িতে ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে।” এছাড়াও তিনি বলেন, “করতে হয়তো একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।”

দার্জিলিঙের মহাকাল মন্দিরে সূর্যমুখী ফুল ও দুধ দিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী। মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিক সম্মেলনে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন।

উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিঙে প্রশাসনিক বৈঠক করেছেন এবং দুর্গতদের পাশে দাঁড়িয়ে একাধিক পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও পৌঁছে গিয়েছেন ক্ষতিগ্রস্তদের বাড়িতেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen