লাহোরে লস্করের প্রকাশ্য সমাবেশের আয়োজন, সন্ত্রাসের মঞ্চে ফের নগ্ন পাকিস্তান

October 22, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২২: আগামী ২ নভেম্বর লাহোরে (Lahore) আয়োজিত হতে চলেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা-র এক বিশাল সমাবেশ। পাকিস্তানের সেনাবাহিনী (Pakistan Army) ও গুপ্তচর সংস্থা আইএসআই-এর (ISI) প্রত্যক্ষ মদতে এই সভা আয়োজন করা হচ্ছে বলে দাবি করেছে ভারতীয় গোয়েন্দা সূত্র। সমাবেশে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক জঙ্গি আবদুল রউফ এবং পহেলগাঁও হামলার মূল চক্রী সাইফুল্লা কাসুরি।

এই সমাবেশে সরাসরি উপস্থিত না থাকলেও, ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা হাফিজ সইদ জেল থেকে একটি বার্তা পাঠাবেন, যা সভায় পড়ে শোনাবেন তাঁর ছেলে তালহা সইদ। সমাবেশটি মারকাজ-ই-মুসলিম লিগ-এর ব্যানারে আয়োজিত হচ্ছে, যার মূল উদ্দেশ্য, ভারতের অপারেশন সিঁদুরে-র (Operation Sindoor) পর মনোবল হারানো জঙ্গিদের (Terrorist) পুনরুজ্জীবিত করা।

ভারতের সামরিক অভিযানে লস্কর ও অন্যান্য জঙ্গি সংগঠনের ঘাঁটি ধ্বংস হওয়ার পর, পাকিস্তান সরকার (Pakistan Govt) ফের তাদের সংগঠিত করতে উঠেপড়ে লেগেছে। জইশ-ই-মহম্মদ-কে পুনর্গঠনের চেষ্টা করছেন মাসুদ আজহার, এমনকি মহিলাদের জন্য নতুন শাখা ‘জামাত-উল-মুমিনাত’ চালু করা হয়েছে।

অন্যদিকে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর লাগাতার হামলায় বেহাল পাক সেনা। এই পরিস্থিতি সামাল দিতে লস্করকে TTP-র বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা করছে আসিম মুনির নেতৃত্বাধীন সেনাবাহিনী। এই সমাবেশকে কেন্দ্র করে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি কড়া নজর রাখছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen