মন্ত্রিসভার বছরের শেষ বৈঠক হবে আজ, মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ, উচ্ছেদ ঘিরে অগ্নিগর্ভ অসম

December 24, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০:

আগামী সপ্তাহের মাঝামাঝিই শুরু হবে নতুন ইংরেজি বছর। তার আগে মন্ত্রিসভার বছরের শেষ বৈঠক হবে আজ। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে রাজ্য মন্ত্রিসভা।

অবৈধ দখলদারদের উচ্ছেদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল অসমের পশ্চিম কার্বি আংলং জেলা। অন্তত দু’জনের মৃত্যু হয়েছে বলে আপাতত খবর। আহত বহু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ। কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়েছে।বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

ভোটারদের শুনানির জন্য প্রায় ৪ হাজার ৬০০ মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর থেকে গ্রুপ-এ, গ্রুপ-বি আধিকারিকদের এই কাজে নিয়োগ করেছে কমিশন। আজ ওই মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ দেবে তারা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দপ্তর তাঁদের প্রশিক্ষণ দেবে। কলকাতার নজরুল মঞ্চে দু’দফায় হবে প্রশিক্ষণ।

উত্তপ্ত বাংলাদেশ। মঙ্গলবার সকালে ঢাকা ভারতীয় রাষ্ট্রদূতকে তলবের পরে, রাতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। দুই দেশের এই চলমান উত্তেজনার মধ্যে বুধবার ভারত সরকারের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয় কি না, সেই দিকে নজর থাকবে।

ইন্ডিয়ান উইমেন্স লিগের যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল। কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ়ের অধীনে মাদুরাইয়ের সেতু এফসির বিরুদ্ধে রয়েছে তাদের প্রথম ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে দুপুর আড়াইটে থেকে শুরু হবে এই ম্যাচ।

এখন আলোচনার কেন্দ্রে বিজয় হজারে ট্রফি। আজ থেকে শুরু হচ্ছে ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা। খেলবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ১৫ বছর পর আবার ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে কোহলিকে। রোহিত শেষ বার এই প্রতিযোগিতায় খেলেছিলেন ২০১৮ সালে। তিনিও সাত বছর পর নামছেন। পাশাপাশি, জাতীয় দলের আরও চার তারকা ঋষভ পন্থ, শুভমন গিল, অর্শদীপ সিংহ ও অভিষেক শর্মাকেও দেখা যাবে প্রতিযোগিতার শুরুতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen