পিপিই কিট পরেই প্রাক্তন রাষ্ট্রপতির মুখাগ্নি করলেন ছেলে

ছেলে অভিজিৎ সহ পরিবারের সকল সদস্যরা পিপিই কিট পরে অন্ত্যেষ্টিতে সামিল হয়েছেন। ইলেক্ট্রিক চুল্লিতে তোলা হচ্ছে পার্থিব শরীর।

September 1, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হচ্ছে প্রণব মুখার্জির। করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাই শেষকৃত্যে করোনা–বিধিও মানা হল। পিপিই কিট পরেই প্রাক্তন রাষ্ট্রপতির মুখাগ্নি করছেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। যাঁরা উপস্থিত, সকলের পরনে পিপিই কিট। 
করোনা বিধির কারণে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের ক্ষেত্রে কিছু বদল আনা হয়েছে। ১০ নম্বর রাজাজি মার্গের সরকারি বাসভবনে রাখা হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতির গাড়ি। সেখান থেকে সাঁজোয়া সামরিক গাড়িতেই শ্মশানে নিয়ে যাওয়ার রীতি। বদলে করোনা রোগীর দেহ নিয়ে যাওয়ার জন্য রাখা বিশেষ শববাহী গাড়িতে নেওয়া হল দেহ। ছেলে অভিজিৎ সহ পরিবারের সকল সদস্যরা পিপিই কিট পরে অন্ত্যেষ্টিতে সামিল হয়েছেন। ইলেক্ট্রিক চুল্লিতে তোলা হচ্ছে পার্থিব শরীর। 

প্রণববাবুর সরকারি বাসভবনেও শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তৈরি করা হয়েছিল বেদি। সেখানেই ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য দেন প্রধানমন্ত্রী মোদি, রাষ্ট্রপতি কোবিন্দ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen