পুরভোটের ৭ দিন আগে শেষ রবিবার প্রচারের ঝড় তুললেন সব দলের প্রার্থীরা

গঙ্গার দু’পাড় জুড়ে, অর্থাৎ হুগলি ও উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি পুরসভা রয়েছে।

February 21, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

আগামী রবিবার রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গ্রহণ। তার আগে শেষ রবিবার অলিগলি থেকে রাজপথে প্রচারের ঝড় তুললেন সব দলের প্রার্থী, নেতা-কর্মী। ছুটির দিন হওয়ায় বাড়িতেই ছিলেন বেশিরভাগ মানুষ। এদিন প্রচারের সূচিতে বাড়ি বাড়ি জনসংযোগ যেমন ছিল, তেমন ছিল বড় পদযাত্রা, অভিনব কায়দায় মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা। কোথাও হল রাজ্য সরকারের সাফল্যের স্মারক হিসেবে লক্ষ্মীর ভাঁড় নিয়ে পদযাত্রা। কোথাও আবার বাম প্রার্থী দলীয় পতাকা, প্রতীক সরিয়ে রেখে লাল গোলাপ নিয়ে পৌঁছে গেলেন বাড়ি বাড়ি। তৃণমূলের বর্ণাঢ্য প্রচারে শামিল হলেন টলিউডের এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রীও।

গঙ্গার দু’পাড় জুড়ে, অর্থাৎ হুগলি ও উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি পুরসভা রয়েছে। এসব এলাকা সকাল থেকে নানা রঙের প্রচারে জমজমাট ছিল। এদিন সকালে চুঁচুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিন্দিতা রাজবংশী মণ্ডলের প্রচারে লক্ষ্মীর ভাঁড় হাতে দেখা গেল বহু মহিলাকে। তাঁরা ওই ভাঁড় নিয়েই বাড়ি বাড়ি প্রচার সারলেন। পাশাপাশি রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রকল্পের গুণগান প্রচার করা হয়। এই পুরসভার ১ নম্বর ওয়ার্ডে এবার বামেদের নতুন মুখ বিপ্লব দাস। হাতে নিয়ে প্রচারে বেরন এবং ভোটারদের হাতে তা ধরিয়ে দেন। সেই সঙ্গে তুলে দেন একটি খোলা চিঠি, যাতে তাঁকে নির্বাচিত করার আবেদন করা হয়েছে। হুগলির বিস্তীর্ণ অঞ্চলে শ্রমিক মহল্লাগুলিতে এদিন সব দলই প্রচারে গুরুত্ব দিয়েছে। হাওড়ার উলুবেড়িয়াতে ছিল একই চিত্র। উত্তর ২৪ পরগনার কামারহাটিতে বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের এনে তৃণমূলের প্রচার করা হয়। খড়দহ পুরসভার ২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের শিক্ষক প্রার্থী চিন্ময়কুমার দাসের সমর্থনে তাঁর সহকর্মী ও অন্যান্য শিক্ষকরা পদযাত্রা করেন। টিটাগড়ে বিধায়ক রাজ চক্রবর্তীর উপস্থিতিতে ১৩ থেকে ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে মহামিছিল আয়োজন করা হয়। নিউ বারাকপুরে দু’টি জায়গায় পৃথকভাবে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সারেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রথীন ঘোষ। বারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী সম্রাট তপাদার যুব তৃণমূলের সাধারণ সম্পাদকও। তাঁর সমর্থনে বর্ণাঢ্য মিছিল করেন শাসক দলের নেতারা। কাঁচরাপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শুভ্রাংশু রায় এদিন বাড়ি বাড়ি প্রচার সারেন। হাবড়া পুরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে রোড শো করেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রচারের জৌলুসে পিছিয়ে ছিল না দক্ষিণ ২৪ পরগনাও। সোনারপুরে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে মিছিল করেন সুজন চক্রবর্তী। এখানকার ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেন জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। মহেশতলা পুরসভায় তৃণমূল প্রার্থীদের প্রচারে সকাল থেকে নেমে পড়েন বিধায়ক দুলাল দাস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen