প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম

বৃহস্পতিবার বিকেলে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে মাত্র ৪৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিধায়ক জাফিকুল ইসলাম।

September 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১৭: মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হলেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ২৭ জুলাই রাতে গ্রিন করিডর করে তাঁকে বহরমপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলেই পরিবার সূত্রে জানা গিয়েছে। বিধায়কের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন তাঁর বৃদ্ধা মা , তিন কন্যা ও স্ত্রীকে। এছাড়াও তার দুই ভাই ও তাঁদের পরিবার রয়েছে।

মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান জানিয়েছেন, গত মাসের ২৭ তারিখ থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন জাফিকুল। বৃহস্পতিবার চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডোমকলের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাফিকুল। সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমানকে ৪৭ হাজারের বেশি ভোটে হারিয়ে প্রথম বারের জন্য বিধায়ক হয়েছিলেন তিনি। কিন্তু ক্যানসারে আক্রান্ত হওয়ার পর গত দু’বছর বিধানসভার অধিবেশনে সে ভাবে অংশ নিতে দেখা যায়নি তাঁকে।

২০১৫ সালে তৃণমূলে যোগ দেন। ২০১৭ সালে ডোমকল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। শুরু হয় রাজনৈতিক উত্থান। তারপরে ২০১৯ সালে তৃণমূলের দলীয় কোন্দলের জেরে ডোমকল পুরসভার চেয়ারম্যানের পদ থেকে তৎকালীন চেয়ারম্যান সৌমক হোসেনের অপসারণের পর দল তাঁকে চেয়ারম্যান করে। হাতে আসে ব্যাপক ক্ষমতা। তাঁকে কাজে লাগিয়ে ২০২১ সালে ডোমকল থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। ডোমকলে বামফ্রন্টের অবসান ঘটিয়ে তিনিই তৃণমূলের প্রথম বিধায়ক হন। পাশাপাশি পুরসভার প্রশাসকের দায়িত্বেও ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen