যোগী রাজ্যে জঙ্গলরাজ, আদালতে চলল গুলি, নিহত আইনজীবী

এমনই ভয়াবহ খবর সামনে এসেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর আদালত চত্বর থেকে।

October 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তরপ্রদেশে আদালত চত্বরেই আইনজীবীকে গুলি করে খুন। এমনই ভয়াবহ খবর সামনে এসেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর আদালত চত্বর থেকে। সেখানে প্রকাশ্যে দিনের আলোয় ভূপেন্দ্র প্রতাপ সিংহ নামে ওই আইনজীবীকে গুলি করে খুন করা হয়েছে। আদালতের চার তলায় এই নৃশংস হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতের দেহের কাছেই একটি দেশি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে।

মৃত আইনজীবীর নাম ভূপেন্দ্র প্রতাপ সিংহ বলে জানা গেছে। গুলির আওয়াজে আদালতে উপস্থিত লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। তাঁরা দিশেহারা হয়ে ছোটাছুটি শুরু করেন। ঘটনার পর এসে পৌঁছয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী এখন ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। এই ঘটনায় আদালতের আইনজীবীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। শাহজাহানপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, পদস্থ পুলিশ আধিকারিক ও বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই আইনজীবী কোনও একজনের সঙ্গে কথা বলছেন। আচমকাই গুলির প্রচণ্ড শব্দ হয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen