প্রধান বিচারপতির উপর হামলার ঘটনায় সাসপেন্ড আইনজীবী রাকেশ কিশোর

October 6, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৩০: সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের (CJI BR Gavai) উপর হামলার চেষ্টা চালানোর অভিযোগে আইনজীবী রাকেশ কিশোরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI)। ঘটনার পরপরই তাকে আইনজীবী হিসেবে কার্যত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

বার কাউন্সিলের তরফে জানানো হয়েছে, এই আচরণ আদালতের মর্যাদা ও পেশাগত শিষ্টাচারের পরিপন্থী। তাই রাকেশ কিশোরকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে।

আরও পড়ুন: বেনজির কাণ্ড! দেশের প্রধান বিচারপতির দিকে জুতো ছুড়ে মারার চেষ্টা আইনজীবীর

BCI সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত আইনজীবীকে একটি কারণ দর্শানোর নোটিস পাঠানো হবে, যেখানে তাকে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে কেন তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা বহাল রাখা উচিত নয়। ঘটনার সময় আদালতের নিরাপত্তা কর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen