মন্ত্রী পদে ইস্তফা লক্ষ্মীর

পাশাপাশি, তাঁকে ঘিরে তৈরি হওয়া দলবদলের জল্পনা উড়িয়ে লক্ষ্মীরতন এই বিষয়টিও স্পষ্ট করে দেন যে অন্য কোনও দলে তিনি যেতে চান না।

January 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmiratan Shukla)। মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র পাঠিয়ে লক্ষ্মীরতন জানিয়েছেন যে তিনি রাজনীতি ছেডে় আপাতত ক্রিকেটে মন দিতে চান। তাই মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চাইছেন না।

তবে বিধায়ক পদে থেকে কাজ করবেন বলে জানান তিনি। লক্ষ্মীরতনের চিঠির বয়ান দেখে তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি, তাঁকে ঘিরে তৈরি হওয়া দলবদলের জল্পনা উড়িয়ে লক্ষ্মীরতন এই বিষয়টিও স্পষ্ট করে দেন যে অন্য কোনও দলে তিনি যেতে চান না। সামগ্রিকভাবেই রাজনৈতিক দায়িত্ব ছাড়তে চলেছেন।

হাওড়া জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়ে তিনি চিঠি দিয়েছেন সুব্রত বক্সীকেও।

লক্ষ্মীরতন শুক্লার ইস্তফার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ও ইস্তফা দিয়েছে তো কী যায় আসে? ও ভালো ছেলে। আমাদের জানিয়েছে, ও খেলাধুলোর জগতে ফিরে যেতে চায়। তাই সব দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছে। তবে যতদিন না বিধানসভা ভেঙে দেওয়া হচ্ছে, ততদিন বিধায়ক হিসাবে ও কাজ করবে। আমি চাইব ও ভালো করে খেলাধুলো করুক। আমি রাজ্যপালকে বলব ওর ইস্তফা গ্রহণ করা হোক।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen